ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

ঘোর কাটছেই না এলগারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:26 শনিবার, 15 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করেছিল ভারত। প্রথম টেস্ট জিতে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। যদিও পরের দুই টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।

দলের এমন পারফরম্যান্সে দারুণ গর্বিত অধিনায়ক ডিন এলগার। যদিও শক্তিশালী ভারতের বিপক্ষে এমন দাপুটে জয় বিশ্বাসই হচ্ছে না তার। মূলত দল হিসেবে খেলতে পেরেই আনন্দিত তিনি।

এ প্রসঙ্গে এলগার বলেন, 'দারুণ উচ্ছ্বসিত। এক-দুদিন লাগবে ব্যাপারটা বুঝতে। দলকে নিয়ে আমি গর্বিত।'

দক্ষিণ আফ্রিকার এই দলটিতে কোনো নামিদামি ক্রিকেটার নেই। দলটির অনেকেই নিজেদের জায়গা টিকিয়ে রাখতে লড়ছেন। এমন দলের কাছ থেকে এমন লড়াই মুগ্ধ করেছে এলগারকে।

তিনি বলেন, 'দারুণ খুশি। তরুণ একটা দল। কোনো নামকরা ক্রিকেটার নেই। একটা দল হিসেবে খেলেছে সবাই। বোলাররা দারুণ খেলেছে। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে সবাই। এই দলকে নিয়ে আমি গর্বিত।'

ভারতের বিপক্ষে শেষ টেস্টে চারদিনেই জিতেছে প্রোটিয়ারা। এ নিয়ে আটবারের সফরে সাতবারই সিরিজ জিততে পারেনি ভারত। এর মধ্যে ২০১০-১১ মৌসুমে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে ফিরেছিল ভারত।