দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

২০২০ এর সিরিজ ২০২৩ সালে খেলবে অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:53 শনিবার, 15 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে বাতিল হয়ে যায় তা। সেই সিরিজটি আগামী বছর আয়োজন করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

২০২৩ সালের আগস্টে সেই টেস্ট সিরিজটি আয়োজনের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে সিএসএ। আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর পোগ্রাম) অনুযায়ী, চলতি বছর ও আগামী বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ব্যস্ত সূচি থাকার কারণে চাইলেও এর আগে সেই সিরিজটি আয়োজন করতে পারছে না সিএসএ।

শুধু এই সিরিজটি নয়, করোনার কারণে বাতিল হওয়া আরেকটি সিরিজও আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল প্রোটিয়াদের।

সেই সিরিজটিও বাতিল হয়েছিল করোনার কারণে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজনের পাশাপাশি ইংল্যান্ডকেও আতিথ্য দিতে চায় দক্ষিণ আফ্রিকা।

এই ব্যাপারে সিএসএ'র ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ বলেন, 'পরের বছর ফেব্রুয়ারি-মার্চে আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলব। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব আগস্টে। দ্রুতই এই সিরিজের সূচি ঘোষণা করা হবে।'

করোনার কারণে সিরিজ দুটি বাতিল হওয়ায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছিল সিএসএ। এবার সেই ক্ষতি পুষিয়ে নেয়ার ইচ্ছাও প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক স্মিথ।