অ্যাশেজ

ফেরার ম্যাচে হোবার্টের নায়ক হেড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:26 শুক্রবার, 14 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কোভিড পজিটিভ হওয়ায় সিডনি টেস্টে খেলতে পারেননি ট্রাভিস হেড। তবে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে একাদশে ফিরেছেন তিনি। হোবার্টে ফেরার ম্যাচে প্রথম দিনের নায়ক এই ইনফর্ম ব্যাটার। তিনি সাজঘরে ফেরার আগে ১১৩ বলে করেছেন ১০১ রান। দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৪১ রান।

হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজা। ২২ বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন অলি রবিনসন।

আগের টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানো খাওয়াজাকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাদের আস্থার প্রতিদান দিতে পারেননি খাওয়াজা। দীর্ঘ দিন পর ইনিংস ওপেন করতে নেমে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।

চার নম্বরে ব্যাট করতে নেমে ডাক মেরেছেন স্টিভেন স্মিথ। অভিজ্ঞ এই ব্যাটারকে ক্রলির ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন রবিনসন। ১২ রানে তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ইনিংসের শুরুতেই ধুকতে থাকে অজিরা। এরপর মার্নাস ল্যাবুশেনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন ট্রাভিস হেড।

ল্যাবুশেন ৪৪ রান করে ফিরলে ভাঙে ৭১ রানের কার্যকরী জুটি। এরপর ক্যামেরন গ্রিনের সঙ্গে পঞ্চম উইকেটে ১২১ রানের জুটি গড়েন তিনি। এদিন দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড। শেষ পর্যন্ত ১১৩ বলে ১০১ রান করে সাজঘরে ফিরেছেন এই ইনফর্ম ব্যাটার। আর গ্রিনের ব্যাট থেকে এসেছে ৭৪ রান।

শেষ বিকেলে হোবার্টে বৃষ্টি হানা দেয়। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। সবমিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছে ৫৯.৩ ওভার। যেখানে ছয় উইকেট হারিয়ে অজিরা তুলেছে ২৪১ রান। ইংল্যান্ডের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেছেন পেসাররা। দুটি করে উইকেট শিকার করেছেন স্টুয়ার্ড ব্রড এবং রবিনসন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন)-

অস্ট্রেলিয়া: ২৪১/৬ (৫৯.৩ ওভার) (হেড ১০১, গ্রিন ৭৪; রবিনসন ২/২৪, ব্রড ২/ ৪৮)