অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতের বিপক্ষে হারায় প্রস্তুতি খারাপ হয়নি: রাকিবুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:29 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন পরেই মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে এশিয়া কাপ দিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। যদিও সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপা জেতা হয়নি টাইগার যুবাদের।

বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান মনে করেন ভারতের বিপক্ষে হেরেছে বলেই তার দলের প্রস্তুতি খারাপ হয়নি। তাই প্রথম ম্যাচ থেকেই ভালো করতে আশাবাদী তারা।

রাকিবুল বলেন, ‘আমরা ভারতের কাছে এশিয়া কাপে হেরেছি বলে আমাদের প্রস্তুতি খারাপ হয়ে যায়নি। ভালো অবস্থানে রয়েছি আমরা। আমরা সেসব ভুলে প্রস্তুতি নিচ্ছি। আগের চেয়ে আমরা এখন বেশি প্রস্তুত। আশা করি প্রথম ম্যাচে ভালো করবো।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই ভারতকে হারিয়েই প্রথমবারের মতো যুবাদের বিশ্ব আসর জয়ের কীর্তি গড়েছিল আকবর আলীর দল। এবার সেই শিরোপা ধরে রাখার পালা রাকিবুলদের।

আগামী ১৬ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বিশ্বকাপ শুরুর আগে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলা কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস রাকিবুলের।

তিনি বলেন, ‘কোনো সমস্যা হবে না। কারণ বিশ্বকাপে আসার আগে আমরা ভারতের বিপক্ষে খেলেছি। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে খেলেছি এবং জিতেছি। নিজেদের খেলা এবং প্রক্রিয়া নিয়ে ভাবছি আমরা। শুরুটা যেনো ভালো হয়, সেদিকেই নজর।’

যুব বিশ্বকাপের গত আসর অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবারের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে। দুই দেশের আবহাওয়া ভিন্ন। উইকেটের আচরণেও রয়েছে পার্থক্য। এখানে দ্রুতই মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস রাকিবুলের।

তার ভাষ্য, ‘এখানকার কন্ডিশন খুব কঠিন না। দুই সপ্তাহের মতো হলো এখানে আছি, প্রস্তুতি ম্যাচ খেলেছি দুটো যা আমাদের জন্য ভালো প্রস্তুতি। আমরা কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি। আশা করি ইংল্যান্ডের সঙ্গে আমরা সেরা ক্রিকেটটা খেলতে পারবো।’