ইন্ডিপেন্ডেন্স কাপ

সাউথ জোনকে জেতালেন মুস্তাফিজ-হৃদয়রা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:09 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সেন্ট্রাল জোনকে ৫ উইকেটে হারিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে সাউথ জোন। হারের পরও ফাইনালে জায়গা করে নিয়েছে সেন্ট্রাল জোন। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে ইস্ট জোন ও নর্থ জোন। দুই দলই গ্রুপ পর্বে একটি করে ম্যাচে জয় পেয়েছিল। আর দুই জয়ে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল সেন্ট্রাল জোন।

তাই লিগ পর্বের শেষ ম্যাচে হেরেও কোনো ক্ষতি হয়নি তাদের। সাউথ জোনের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২২০ রান করেছিল সেন্ট্রাল জোন। জবাবে খেলতে নেমে তৌহিদ হৃদয়ের ৬৫ রানে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছিল দলটি। পিনাক ঘোষ ও এনামুল হক বিজয় দলটিকে দারুণ সুচনা এনে দিয়েছিলেন। ২৪ করা বিজয়কে নিজের শিকার বানিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।  এরফলে ৬০ রানে ভাঙে সাউথ জোনের ওপেনিং জুটি।

মাইশুকুর রহমান (৭) দ্রুত ফিরলে সাউথ জোনের হয়ে বিপর্যয় সামাল দেন পিনাক। তিনি ৭৯ বলে ৫৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। চতুর্থ উইকেটে জাকির হাসান ও তৌহিদ হৃদয় মিলে সাউথকে জয়ের অনেক কাছে নিয়ে যান। এই দুজনের ৮০ রানের জুটিই সাউথ জোনের ফাইনালের পথ সুগম করেছে।

জাকির শেষ দিকে ৪৯ বলে ৪০ রান করে আউট হন। আর ৭৮ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে সাউথ জোনকে জয়ের বন্দরে পৌঁছে দেন হৃদয়। এমন ইনিংস খেলার পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এর আগে আবু হায়দার রনির ২৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় সেন্ট্রাল।

দলটির হয়ে আব্দুল মজিদ ৪৬ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৪৪ রান। নিজের শেষ ওভার ছাড়া দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তিনি ১০ ওভারে ৬৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এর মধ্যে মুস্তাফিজের শেষ ওভারেই রনি নিয়েছেন ২১ রান। ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। আর একটি উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।