Connect with us

পাকিস্তান-অস্ট্রেলিয়া ২০২২

পাকিস্তান সফর নিয়ে 'পজিটিভ' কামিন্স-ওয়ার্নাররা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এরপর মাঝে ২৪ বছর পার হয়ে গেলেও নানা জটিলতায় দেশটিতে সফর করেনি স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। তবে অবশেষে চলতি বছর পাকিস্তান সফরে যাচ্ছ দলটি। দলটির টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য আশাবাদী, সব ক্রিকেটারই পাকিস্তান সফর করবে।

কোন ক্রিকেটার নাম সরিয়ে নিলে তা নেতিবাচক ভাবে নেবেন না সদ্য অজিদের নেতৃত্ব পাওয়া এই পেসার।এই মুহূর্তে অ্যাশেজ নিয়ে ব্যস্ত সময় পার করছে অস্ট্রেলিয়া। সামনে দলটি আরও ব্যস্ত সূচি রয়েছে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার সঙ্গে সাদা বলের সিরিজের পাশাপাশি মার্চে পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যাঙ্গারুরা।

এরপরেই আছে আইপিএল। তাই গুঞ্জন আছে ব্যস্ত সূচি এবং জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটাতে পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিতে পারেন একাধিক অস্ট্রেলিয়ার ক্রিকেটার। সেই সঙ্গে দেশটিতে নিরাপত্তাজনিত বিষয় তো রয়েছেই।

এতো সবের পরও কামিন্স আশাবাদী যে তার সতীর্থরা পাকিস্তানে যাবেন। কামিন্স বলেন, 'এখনও তো অনেক দিন বাকি, কিন্তু এই মুহুর্তে আমি সবকিছু নিয়ে ইতিবাচক। পাকিস্তান যেভাবে কাজ করছে তা সত্যি অসাধারণ।'

'সবই আমরা নিজ চোখে দেখছি। যদি কোন ক্রিকেটার সিরিজ খেলতে নাও চায় তাতে আমি নেতিবাচক কিছু দেখছি না। তবে এখনও সিরিজটি মাঠে গড়াতে সময় আছে। আমরা আরও তথ্য পাব, সবাই বিবেচনা করব' আরও যোগ করেন তিনি।

ঐতিহাসিক এই সফরের জন্যই ফেব্রুয়ারিতে দল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সে সময় ঘরের মাঠে সিরিজ থাকায় দুই ভাগে বিভক্ত হবে পুরো দল। জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বিধায় টেস্ট স্কোয়াড আগেই পাকিস্তান চলে যাবে। আর এই সিরিজকে 'না' বলা ক্রিকেটাররা খেলবেন ঘরের মাঠে সাদা বলের ক্রিকেট।

সর্বশেষ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

'ম্যাচ মেইড ইন হ্যাভেন' ম্যাককালাম-স্টোকস জুটি

১৭ মে, মঙ্গলবার, ২০২২

বেশি রান তুলে ক্লান্ত শ্রীলঙ্কাকে চেপে ধরতে চায় বাংলাদেশ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

গুরুতর নয় তামিমের ক্র্যাম্প, জানালেন সিডন্স

১৭ মে, মঙ্গলবার, ২০২২

ইসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন হ্যারিসন

১৭ মে, মঙ্গলবার, ২০২২

কেপিএল খেলতে কোহলিকে চিঠি পাঠাবে লিগ কর্তৃপক্ষ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

১৭ মে, মঙ্গলবার, ২০২২

ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে নরকিয়া

১৭ মে, মঙ্গলবার, ২০২২

ইংল্যান্ড সফরে থাকছেন না রাহানে

১৭ মে, মঙ্গলবার, ২০২২

তামিম-মুশফিকদের ব্যাটে চট্টগ্রামে বাংলাদেশের রঙিন দিন

১৬ মে, সোমবার, ২০২২

আগে থেকেই প্রস্তুত ছিলেন নাঈম

আর্কাইভ

বিজ্ঞাপন