অবসর ভেঙে ফিরলেন রাজাপাকশে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:30 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পারিবারিক কারণে ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভানুকা রাজাপাকশে। বাঁহাতি এই ব্যাটারের এমন সিদ্ধান্তের পর তাকে আবারও ফেরার পরামর্শ দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।

সপ্তাহখানেক পার হতেই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন রাজাপাকশে। শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) চিঠি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

অবসরের ঘোষণা দেয়ার সময় রাজাপকশে বলেছিলেন, 'আমি নিখাদ একজন ক্রিকেটার, একজন স্বামী হিসেবে নিজের পরিস্থিতি বিচার করেছি। তারপরই পিতৃত্ব এবং অন্যান্য পারিবারিক কারণে আমি এই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৯ সালের অক্টোবরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসেন রাজাপাকশে। এরপর থেকে জাতীয় দলের টি-টোয়েন্টি মিশনে নিয়মিত মুখ ছিলেন তিনি।

টপ অর্ডার এই বাঁহাতি ব্যাটার শ্রীলঙ্কার জার্সিতে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩২০ রান। জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওয়ানডেতে একটি ও টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরি আছে ৩০ বছর বয়সী রাজাপাকশের।

এদিকে রাজাপাকশের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অ্যাঞ্জেলো পেরেরা। তবে তার ক্রিকেটে ফেরার ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর টেস্ট ক্রিকেট ছেড়েছেন দানুশকা গুনাথিলাকা।