শ্রীলঙ্কা জিম্বাবুয়ে সিরিজ

শ্রীলঙ্কার স্কোয়াডে এক ঝাঁক নতুন পেসার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:22 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। 

দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন পেসার নুয়ান থুশারা, চামিকা গুনাসেকারা ও শেরান ফার্নান্দো। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ আসরে দারুণ বোলিং করেছে থুশারা।

জাফনা কিংসের বিপক্ষে গল গ্যাডিয়েটর্সের হয়ে ৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। থুশারা এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে।

এ ছাড়া গুনাসেকারা সম্প্রতি পাকিস্তান 'এ' দলের বিপক্ষে ৬ উইকেট শিকার করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে লঙ্কান দলে জায়গা হয়নি আভিস্কা ফার্নান্দো, জানিথ লিয়াঙ্গে ও কামিল মিশ্রর।

তারা তিনজনই করোনায় আক্রান্ত হয়েছেন সম্প্রতি। এ ছাড়া সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

আর ফিটনেস টেস্টে পাস করতে না পেরে ছিটকে গেছেন লাহিরু কুমারা ও কালানা পেরেরা। মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন আশেন বান্দারা, পুলিনা থারাঙ্গা, নিমেশ ভিমুক্তি, আশিয়ান ড্যানিয়েল, আশিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা, পাথুম নিশানকা, মিনোদ ভানুকা, চারিথ আসালঙ্কা, মাহেশ থিকশানা, চামিকা করুনারত্নে, জেফ্রে ভ্যানডারসে, নুয়ান থুসারা, রমেশ মেন্ডিস, প্রভীন জয়াবিক্রমা, দুশমন্থ চামিরা, চামিকা গুনাসেকেরা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, শিরান ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস।

স্ট্যান্ডবাই: আশেন বান্দারা, পুলিনা থারাঙ্গা, নিমেশ ভিমুক্তি, আশিয়ান ড্যানিয়েল, আশিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।