দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ

বুমরাহ-শামিদের সেরা মানছেন পিটারসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:10 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করেছেন জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিরা। তাদের পেস তোপে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে মাত্র ২১০ রানে। দিন শেষে ভারতের বোলিং আক্রমণের প্রশংসা শোনা গেছে কিগান পিটারসেনের মুখে। এই প্রোটিয়া ব্যাটার বলেন, এটা তার দেখা সবচেয়ে চ্যালেঞ্জিং বোলিং আক্রমণ।

ভারতকে ২২৩ রানে আটকে ফেলার পরও প্রথম ইনিংসে লিড নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। যেখানে বড় অবদান রেখেছেন বুমরাহ। এই ডানহাতি পেসার একাই শিকার করেছেন পাঁচ উইকেট। পাশাপাশি শামি এবং উমেশ যাদব দুটি করে উইকেট নিয়েছেন।

পিটারসেন বলেন, 'এটা (ভারতের বোলিং লাইন আপ) সত্যিই চ্যালেঞ্জিং। এটি আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে চ্যালেঞ্জিং। আপনাকে সবসময় নিজের খেলার ওপর মনযোগী হতে হবে, অন্যথায় তারা আপনাকে পরাস্ত করবে।'

সাম্প্রতিক সময়ে প্রোটিয়া ওপেনাররা সুবিধা করতে পারছেন না। কেপটাউনে আরও একবার ব্যর্থ তারা। ডিন এলগার ৩ রান করে আউট হওয়ার পর আরেক ওপেনার এইডেন মার্করাম ফিরেছেন মাত্র ৮ রান করে ফেরেন। তবে তাদের ওপর আস্থা রাখছেন পিটারসেন।

ওপেনারদের ব্যর্থতার দিনেওে দুর্দান্ত ব্যাটিং করেছেন পিটারসেন। তার ব্যাট থেকে এসেছে ৭২ রান। যা প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ সংগ্রহ। তরুণ এই ব্যাটার জানালেন, ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন তার পছন্দের জায়গা।

তিনি বলেন, 'আমি তিনে ব্যাটিং করতে পছন্দ করি। ক্যারিয়ারের অধিকাংশ সময়জুড়ে আমি তিনে ব্যাটিং করেছি। প্রথম দিকে উইকেট হারানোর ক্ষেত্রে, আমাদের দুজন বিশ্বমানের ওপেনার আছে, তারা কেবল একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।'