অ্যাশেজ সিরিজ

খাওয়াজা এবং হেড- দুজনই খেলবেন হোবার্টে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:42 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ শুরুর আগে একাদশে পাঁচ নম্বর পজিশনের জন্য লড়াই করছিলেন উসমান খাওয়াজা এবং ট্রাভিস হেড। অ্যাশেজের শেষ ম্যাচে এসে দুজনই জায়গা পেতে যাচ্ছেন একাদশে। এ কারণে একাদশ থেকে বাদ পড়তে হচ্ছে ওপেনার মার্কাস হ্যারিসকে।

খাওয়াজা এবং হেডের শুরুর লড়াইয়ে একাদশে সুযোগ পেয়েছিলেন হেড। ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি করে দল জেতান তিনি। কিন্তু সিডনিতে চতুর্থ টেস্টের আগে করোনা পজিটিভ হওয়ায় একাদশ থেকে ছিটকে পড়েন হেড।

ফলে প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফেরার সুযোগ হয় খাওয়াজার। ফিরেই সিডনি টেস্টের দুই ইনিংসে দুটো সেঞ্চুরি করেন তিনি। ইংলিশ ব্যাটারদের নৈপুণ্যে সিডনি টেস্ট ড্র হলেও দারুণ প্রশংসিত হয় খাওয়াজার দুটি ইনিংস।

এদিকে হোবার্ট টেস্টের আগে করোনা নেগেটিভ হন হেড। একাদশে কী খাওয়াজা খেলবেন নাকি হেড ফিরবেন, এ নিয়ে চলতে থাকে আলোচনা। এবার সহজ সমাধান খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। ওপেনার হ্যারিসকে বাদ দিয়ে তার পজিশনে খাওয়াজাকে খেলিয়ে হেডকেও দলে সংযুক্ত করতে চায় তারা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, 'আমার মনে হয় সে (হ্যারিস) জানতো এমন কিছুই হবে। হ্যারিসের প্রতি বার্তা হচ্ছে, আমরা মনে করি সে দারুণ খেলেছে। কেউ দলে এসেই একই ম্যাচে দুটি সেঞ্চুরি হাঁকাবে, এমনটা আসলে সবসময় হয় না।'

'আমি মনে করি মার্কাস দারুণ খেলেছে। সে প্রতিটি খেলায় নিজেকে পরিণত করে তুলছে। দারুণ একটি ইনিংস খেলে এমসিজিতে টেস্ট জয়ে সে বিশাল অবদান রেখেছে। সে অবশ্যই ভবিষ্যতে দলে ফিরবে।'

২৯ বছর বয়সী হ্যারিস অ্যাশেজের প্রথম চার ম্যাচে করেছেন প্রায় ৩০ গড়ে ১৭৯ রান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ সময়ে ৭৬ রান করেন তিনি, যা অস্ট্রেলিয়াকে সেই টেস্টে জিততে সাহায্য করে।