দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

বুমরাহ-শামিদের নৈপুণ্যে এগিয়ে থাকল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 বৃহস্পতিবার, 13 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কেপটাউন টেস্টে জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিদের নৈপুণ্যে এগিয়ে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হওয়ার পর স্বাগতিকদেরও ২১০ রানের মধ্যে আটকে ফেলেছে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই উইকেটে ৫৭ রান করেছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৭০ রানের।

ভারতের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শুরু করবেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি। পূজারা ৯ ও প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান কোহলি ১৪ রানে অপরাজিত আছেন।

ভারতের ওপেনার লোকেশ রাহুলকে (১০) ফিরিয়েছেন মার্কো ইয়ানসেন, মায়াঙ্ক আগারওয়ালকে (৭) ফিরিয়েছেন কাগিসো রাবাদা।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে দাপট দেখান ভারতের পেসাররা। ১৬৬ বল খেলে দলীয় সর্বোচ্চ ৭২ রান আসে তরুণ ব্যাটার কিগান পিটারসেনের ব্যাটে। এছাড়া টেম্বা বাভুমা ২৮, আগের দিনের নাইটওয়াচম্যান কেশভ মহারাজ ২৫ রান করেন।

সফরকারীদের বোলারদের মধ্যে বুমরাহ মাত্র ৪২ রান খরচায় পাঁচ উইকেট লাভ করেন। দুটি করে উইকেট নেন উমেশ যাদব ও মোহাম্মদ শামি। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)-

ভারত (প্রথম ইনিংস): ২২৩/১০ (৭৭.৩ ওভার) (কোহলি ৭৯, পূজারা ৪৩; রাবাদা ৪/৭৩)

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ২১০/১০ (৭৬.৩ ওভার) (পিটারসেন ৭২, বাভুমা ২৮; বুমরাহ ৫/৪২, শামি ২/৩৯)

ভারত (দ্বিতীয় ইনিংস): ৫৭/২ (১৭ ওভার) (কোহলি ১৪*, পূজারা ৯*; ইয়ানসেন ১/৭)