পিএসএল

মুলতান সুলতানসের বোলিং কোচের দায়িত্ব নিলেন গিবসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:52 বুধবার, 12 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ওটিস গিবসন। কিউইদের মাটিতে থেকে ফেরার আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের পেস বোলিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মুলতান সুলতানস।

দুই বছরের চুক্তিতে ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। চুক্তি অনুযায়ী চলতি জানুয়ারিতে মেয়াদ শেষ হচ্ছে তার। তার সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা তা নিয়ে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও কিছু জানায়নি।

এদিকে বিবৃতিতে মুলতান জানায়, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হেড কোচ এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের সাবেক পেস বোলিং কোচ মুলতান সুলতানসের পেস বোলিং ও সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছে।

খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোটে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছেন গিবসন। সেই সঙ্গে ইংলিশ কাউন্টিও মাতিয়েছেন সাবেক এই পেসার। জাতীয় দলের হয়ে ক্রিকেটার হিসেবে সাফল্য না পেলেও কোচ হিসেবে সাফল্য রয়েছে তার। 

২০০৭ সালে ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিয়ে সফল হয়েছিলেন গিবসন। এরপর নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অদীণ ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার প্রধান হিসেবেও কাজ করেছেন গিবসন। এরপরই ২ বছরের জন্য বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন গিবসন।