বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

দেশে ফিরলেন মুশফিক-সুজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:52 বুধবার, 12 জানুয়ারি, 2022

|| ক্রিকফ্রঞ্জি করেসপন্ডেন্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে সবার আগে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এই দুজনই সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে বুধবার রাত ৯টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছেছেন।

বাংলাদেশ দলের বাকি ক্রিকেটারদের আগামী ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। মাউন্ট মঙ্গানুইতেই নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই ম্যাচে জয়সূচক রানটি এসেছিল মুশফিকের ব্যাটেই।

অবশ্য কুঁচকির চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান এই অভিজ্ঞ ব্যাটার। তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ।

এর ফলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। অবশ্য কিউইদের বিপক্ষে প্রথম টেস্টেও ব্যাট হাসেনি মুশফিকের। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১২ রান।

বাংলাদেশের ৮ উইকেটের জয় পাওয়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় টেস্টে মুশফিক না খেলায় ১৬ বছর পর ৫ সিনিয়র ক্রিকেটারকে ছাড়া টেস্ট খেলেছে বাংলাদেশ।