অ্যাশেজ সিরিজ

দলে কোনো ‘বড় হাতি’ নেই, ভনকে অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:31 বুধবার, 12 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েকদিন আগে জেমস অ্যান্ডারসনকে কটাক্ষ করেছিলেন মাইকেল ভন। অ্যাশেজ সিরিজের পর অ্যান্ডারসনকে ইংল্যান্ড দল থেকে বাদ দেয়ার কথা বলছিলেন সাবেক এই অধিনায়ক। এবার সেই সমালোচনার জবাব দিলেন অ্যান্ডারসন।

'অ্যান্ডারসন ইংল্যান্ড দলে থাকা মানে রুমে একটি বড় হাতি থাকা'- রসিকতা করে এমন মন্তব্য করেছিলেন ভন। সমালোচনার জবাবে ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন জানালেন, কোচ এবং অধিনায়কের চাওয়াতেই এখনো দলে আছেন তিনি।

ডেইলি টেলিগ্রাফের একটি কলামে অ্যান্ডারসন লিখেন, 'আমি পড়েছি, আমার ভবিষ্যৎ নাকি রুমে হাতি থাকার মতই। এটা অবশ্যই রুমে হাতি থাকার মতো নয়। কেননা অধিনায়ক ও কোচ খুব ভালো করেই জানে আমি কীভাবে চিন্তা করি। তারা আমাকে তাদের ভাবনাও বলেছে।'

অ্যাশেজে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টটি অবশ্য ড্র করতে পেরেছে জো রুটের দল। অ্যাশেজ হারের পর ইংল্যান্ড দলে পরিবর্তন আসাটা বড় কিছু নয় বলেও উল্লেখ করেছেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া এই বোলার।

'কোচ ও অধিনায়কের সঙ্গে এটা নিয়ে খোলামেলা কথা বলেছি। তারা আমাকে দলে চায়। সেক্ষেত্রে ঘরে কোনো হাতি নেই! আমি গত সপ্তাহেই লিখেছি যে, সবার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে। অ্যাশেজে বাজেভাবে হারলে এটা হবেই।'

হোবার্টে অ্যাশেজ সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি। এই টেস্ট জিতে সিরিজে ইতি টানার ইচ্ছাও প্রকাশ করেন অ্যান্ডারসন।