ভারতীয় ক্রিকেট

দ্রাবিড়, লক্ষ্মণের পর যুক্ত হচ্ছেন শচিন?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 বুধবার, 12 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে যুক্ত করতে চাইছেন জয় শাহ। বিসিসিআইয়ের সেক্রেটারির এমন ইচ্ছার কথা জানিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

বিসিসিআইয়ে ভারতের সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নতুন কিছু নয়। বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বেই আছেন দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সৌরভের অন্তর্ভুক্তির পর ভারতের জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন দেশটির আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়। আর দ্রাবিড়ের ফেলে আসা ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্ব সামলাচ্ছেন তারই আরেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণ।

এছাড়া গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে মেন্টর হিসেবে গিয়েছিলেন দেশটিকে আইসিসির সবগুলো শিরোপা জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিসিসিআইতে সাবেক তারকা ক্রিকেটারদের আনাগোনা যখন বেড়েছে, তখনই শচিনকে যুক্ত করার কথা ভাবছেন জয় শাহ।

বিসিসিআইয়ের একটি সুত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘জয় শাহ মিডিয়ার সামনে সেভাবে না এলেও কী কী করা উচিত, সেটা খুব ভালোই বোঝেন এবং সে অনুযায়ী কাজ করেন।’

‘ছোট-বড় যেসব বিষয় ভারতের ক্রিকেটে বদল আনতে পারে, যেমন ভিভিএস লক্ষ্মণের মতো একজন ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে বসানো। আমাদের জানানো হয়েছে, তিনি এখন জাতীয় দলের কোনো একটা দায়িত্বে শচিন টেন্ডুলকারকে যুক্ত করতে চাইছেন, যে করেই হোক।’

এর আগে আইপিএলে মেন্টর হিসেবে কাজ করেছিলেন শচিন। মুম্বাই ইন্ডিয়ান্সের পরামর্শক হিসেবে আইপিএলের বেশ কয়েকটি আসরে দেখা গেছে তাকে।