ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

'ইগো ব্যাগে ভরে কেপটাউনে সফল কোহলি'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:02 বুধবার, 12 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এক সময় বড় ইনিংস খেলা বিরাট কোহলির অভ্যাসে পরিণত হয়েছিল। অথচ তিনি এখন লম্বা সময় সেঞ্চুরি খরায় ভুগছেন। কেপটাউনে সুযোগ তৈরি হয়েছিল সেই কাঙ্খিত সেঞ্চুরির। কিন্তু কাছাকাছি গিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি ভারতের টেস্ট অধিনায়কের।

তিনি সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরে গেলেও তার সাবলীল ব্যাটিং ঠিকই মন কেড়েছে গৌতম গম্ভীরের। ভারতের সাবেক এই ক্রিকেটার মনে করেন, ইগো ব্যাগে ভরে ব্যাটিংয়ে নামায় কেপটাউনে সফল হয়েছেন কোহলি।

বুধবার (১১ জানুয়ারী) কেপটাউনে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। এরপর চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন কোহলি। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এদিন এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারত অধিনায়ক।

কোহলির এমন ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন গম্ভীর। গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে অফ স্ট্যাম্পের বাইরের বলে উইকেটের পেছনে বেশ কয়েকবার আউট হয়েছেন তিনি। কেপটাউনে এই জায়গায় বেশ সতর্ক ছিলেন ভারত অধিনায়ক। 

গম্ভীর বলেন, 'কোহলি অনেকবার বলেছে যে, আপনি যদি ইংল্যান্ডে যান তাহলে আপনার ইগো ভারতে রেখে যেতে হবে। আজকে কোহলি তার ইগো ব্যাগে ভরে রেখেছিল এবং এই ইনিংস আমাকে তার সফল ইংল্যান্ড সফরের কথা মনে করিয়ে দেয়। যেখানে সে অফ স্ট্যাম্পের বাইরের অনেক বল ছেড়েছিল।'

কেপটাউনে শুরু থেকেই সাবধানী ক্রিকেট খেলেন কোহলি। তার ধীর গতির ইনিংসে ধৈর্য্যের ছাপ স্পষ্ট ছিল। তাছাড়াও তিনি বেশ কিছু বল ছেড়েছেন এবং বোলারদের ওপর চড়াও হতে যাননি।

গম্ভীর বলেন, 'আজকেও সে একই কাজ করেছে, অফ স্ট্যাম্পের বাইরের অনেক বল ছেড়েছে। সে অনেকবার ব্যাটে-বলে করতে ব্যর্থ হয়েছে কিন্তু সে ইগো দেখায়নি। সে প্রত্যেক বলে বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেনি।'