Connect with us

ওয়েস্ট ইন্ডিজ - আয়ারল্যান্ড সিরিজ

নতুন সূচিতে উইন্ডিজ-আয়ারল্যান্ডের শেষ দুই ওয়ানডে


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের দুই ম্যাচের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। তবে বাতিল করা হয়েছে একমাত্র টি-টোয়েন্টি। যেটি রবিবার মাঠে গড়ানোর কথা ছিল। এদিকে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন আয়ারল্যান্ডের তিন সদস্য। যেখানে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি সঙ্গে লরকান টাকার এবং অন্তবর্তীকালীন কোচ ডেভিড রিপলি করোনা আক্রান্ত হয়েছেন। 

প্রথম ওয়ানডেতে খেলেছিলেন বালবার্নি ও টাকার। এর ফলশ্রুতিতে সোমবারের ম্যাচটি স্থগিত করা হয়। আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত সিরিজের দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে দুই দলের সম্মতিতে সেটিতেও পরিবর্তন আনা হয়েছে। 

নতুন সূচি অনুযায়ী বৃহস্পতির স্যাবিনা পার্কে হবে দ্বিতীয় ওয়ানডে। রোববার হবে সিরিজের শেষ ম্যাচ। এর আগে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গিয়েছেন সিমি সিং এবং বেন হোয়াইট। এদিকে চোটে পড়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ার।

এমন অবস্থায় করোনা নেগেটিভ হয়ে স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন পল স্টার্লি এবং শেন গেটকেট। করোনা আক্রান্ত বালবার্নির অনুপস্থিতিতে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেনে স্টার্লিং।

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সহজ ক্যাচ ছাড়লেন মুশফিক

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন