আইপিএল

আইপিএলে ফেরার কথা ভাবছেন স্টার্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:29 বুধবার, 12 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা পেসারদের একজন হলেও নানা কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুব বেশি খেলা হয়নি মিচেল স্টার্কের। পারফরম্যান্স উজ্জ্বল হলেও স্রেফ দুটি মৌসুমে খেলেছেন বাঁহাতি এই পেসার। জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করতে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সর্বশেষ আসর থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি।

যদিও আইপিএলের ২০২২ মৌসুমে আবারও ফেরার কথা ভাবছেন স্টার্ক। হোবার্টে অ্যাশেজের পঞ্চম টেস্টের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভাবনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই পেসার। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কদিন সময় নিচ্ছেন তিনি।

স্টার্ক বলেন, ‘কাগজপত্র নেয়ার জন্য আমার কাছে দুদিন রয়েছে। আজ অনুশীলনের আগে আমি কিছু করতে পারি। আমি এখনও আমার নাম উল্লেখ করিনি। তবে এটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমি আরও কয়েকদিন পাচ্ছি।’

‘সামনের দিনের সূচির কারণে এটি এখনও ঝুলে আছে। আমি ছয় বছর বা তার বেশি সময় ধরে নেই। পরবর্তীতে আমাদের অনেক টি-টোয়েন্টি আছে। সেই সঙ্গে বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসব বিবেচনায় নেয়া উচিত।’

২০১৪ ও ২০১৫ সালে আইপিএলে খেলেছেন স্টার্ক। দুবারই অস্ট্রেলিয়ার পেসারকে দেখা গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। দুই মৌসুমেই ভালো পারফর্ম করেছিলেন বাঁহাতি এই পেসার। ওভারপ্রতি ৭.১৬ রান দিয়ে ২৭ ম্যাচে নিয়েছিলেন ৩৪ উইকেট।

এরপর ২০১৭ সালেও বেঙ্গালুরুর জার্সিতে খেলার কথা ছিল স্টার্কের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। ২০১৮ আইপিএলে প্রায় সাড়ে ৯ কোটি রুপিতে কলকতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও চোটের কারণে খেলা হয়নি তার। সর্বশেষ আসরেও খেলেননি জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করতে। 

আগামী এপ্রিল-জুনে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। ২০২২ মৌসুমে দেখা যাবে মোট দশটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে মিলে ১৮টি ম্যাচ খেলবে। এর আগে মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।