ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

করোনা আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজে অনিশ্চিত সুন্দর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:22 মঙ্গলবার, 11 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা আক্রান্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর। বুধবার (১১ জানুয়ারী) ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কোভিড পরীক্ষা করার পর তার ফলাফল পজিটিভ আসে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ভারতের ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা আগামী দুই-এক দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বর্তমানে তারা মুম্বাইতে অবস্থান করছেন।

তাদের সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল সুন্দরের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় যাওয়া হচ্ছে না তার। এমনকি ওয়ানডে  সিরিজে তরুণ এই বোলিং অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা আছে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার এক (বিসিসিআই) সূত্র জানিয়েছে, 'ওয়াশিংটন (সুন্দর) কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছে এবং সে সাদা বলের বাকি সদস্যদের সঙ্গে মুম্বাইতে যোগ দিতে পারেনি। সে এনসিএতে অবস্থান করছে।'

প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী ১৯ জানুয়ারী। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২১ জানুয়ারী। আর ২৩ জানুয়ারী সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপটাউনে।

সুন্দর গত বছর চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।