আইপিএল

আইপিএল খেলা হচ্ছে না টম কারানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:45 মঙ্গলবার, 11 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কোমড়ে হাড়ে চিড় ধরা পড়ায় বিগ ব্যাশের এবারের আসর থেকে ছিটকে গেছেন টম কারান। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মাস খেলতে পারবেন না এই অলরাউন্ডার।

বিগ ব্যাশের এবারের আসরে সিডনি সিক্সার্সের হয়ে চারটি ম্যাচ খেলেছেন কারান। এরপর পিঠে ফোসকা পড়ায় অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফেরেন তিনি।  কারানের কাউন্টি দল সারে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের ২৫ মে’র আগে ক্রিকেটে ফেরা হচ্ছে না কারানের। আপাতত সারের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পুনর্বাসনে রয়েছেন তিনি। এ প্রসঙ্গে তারা জানায়, ‘সারের মেডিকেল বিভাগের অধীনে কিয়া ওভালে সে পুনর্বাসনে থাকবে।’

২০১৮ সালে প্রথমবারের আইপিএলে দল পেয়েছিলেন কারান। এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের ব্যাকআপ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছেন। এদিকে ইনজুরির কারণে ২০২২ আসরে খেলাই হচ্ছে না তার। 

এদিকে তার ভাই স্যাম কারানও কয়েকমাস ধরে ইনজুরিতে ভুগছেন। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলমান অ্যাশেজে খেলা হয়নি তার। ইনজুরির কারণে আইপিএল মিস করতে পারেন জোফরা আর্চারও।

১০ দল নিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল। এর আগে টানা কয়েক মৌসুম আটদল নিয়ে হলেও এবার দুটি দল যোগ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।