Connect with us

দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ

কেপটাউনে ফিরছেন কোহলি, চোটে সিরাজ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চোট কাটিয়ে কেপটাউন টেস্টে ফিরছেন বিরাট কোহলি। অধিনায়ক ফেরায় দলে স্বস্তি ফিরেছে। কিন্তু চোটের কারণে এই টেস্টে খেলতে পারবেন না মোহাম্মদ সিরাজ। সোমবার (১০ জানুয়ারী) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে প্রোটিয়াদের ঘরের মাঠে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। এরপর চোটের কারণে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না কোহলি। অধিনায়কের অনুপস্থিতিতে ভুগেছে দল। দ্বিতীয় টেস্টে লুকেশ রাহুলের নেতৃত্বে খেলা ভারত হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সিরাজ। সেই চোট এখনও পুরোপুরি কাটিয়ে ওঠতে পারেননি তিনি। তাই শেষ টেস্টে খেলা হচ্ছে না এই ডানহাতি পেসারের।

কোহলি বলেন, 'সিরাজ স্পষ্টতই জোহানেসবার্গ টেস্টের (হ্যামস্ট্রিং) চোট থেকে সেরে ওঠেছে। তবে এখনও আমার মনে হয় যে, সে তৃতীয় টেস্টে খেলার জন্য প্রস্তুত না। পেসারদের ক্ষেত্রে ১১০ ভাগ ফিটনেস না থাকলে নিঃসন্দেহে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে পারি না। কারণ আমরা জানি, এটি কতটা গুরুত্বপূর্ণ। সিরাজ খেলার মতো অবস্থায় নেই।'

সিরাজের জায়গায় এই টেস্টে দলে সুযোগ পেতে পারেন ইশান্ত শর্মা। এই অভিজ্ঞ পেসার ছাড়াও টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় আছে উমেশ যাদবের নাম।

কোহলি বলেন, 'আমি যেমনটা বলেছি, (কে খেলবে তা নিয়ে) আমরা এখনও আলোচনায় বসিনি। আমি নিজে, প্রধান কোচ ও সহ-অধিনায়ক মিলে সিদ্ধান্ত নিব যে বিকল্প নিয়ে আমরা কী চাই।'

সর্বশেষ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

একশ রানের উইকেট হবে, মানতে নারাজ সালাহউদ্দিন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

অ্যাশেজের চেয়ে বেশি উত্তাপ ভারত-পাকিস্তানের দ্বৈরথে: ভন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

তামিমের সঙ্গে কথা বলবেন সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

সাকিব কখনই বলেনি সে খেলতে চায় না: সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে 'ওভাররেটেড' নয়: শোয়েব

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রিজওয়ান

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

‘ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে’

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

হ্যাটট্রিক জয়ে চূড়ান্ত লড়াইয়ের সামনে বাংলাদেশ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দুরন্ত হোল্ডারে ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

আর্কাইভ

বিজ্ঞাপন