দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ

কেপটাউনে ফিরছেন কোহলি, চোটে সিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:14 সোমবার, 10 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চোট কাটিয়ে কেপটাউন টেস্টে ফিরছেন বিরাট কোহলি। অধিনায়ক ফেরায় দলে স্বস্তি ফিরেছে। কিন্তু চোটের কারণে এই টেস্টে খেলতে পারবেন না মোহাম্মদ সিরাজ। সোমবার (১০ জানুয়ারী) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে প্রোটিয়াদের ঘরের মাঠে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। এরপর চোটের কারণে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না কোহলি। অধিনায়কের অনুপস্থিতিতে ভুগেছে দল। দ্বিতীয় টেস্টে লুকেশ রাহুলের নেতৃত্বে খেলা ভারত হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সিরাজ। সেই চোট এখনও পুরোপুরি কাটিয়ে ওঠতে পারেননি তিনি। তাই শেষ টেস্টে খেলা হচ্ছে না এই ডানহাতি পেসারের।

কোহলি বলেন, 'সিরাজ স্পষ্টতই জোহানেসবার্গ টেস্টের (হ্যামস্ট্রিং) চোট থেকে সেরে ওঠেছে। তবে এখনও আমার মনে হয় যে, সে তৃতীয় টেস্টে খেলার জন্য প্রস্তুত না। পেসারদের ক্ষেত্রে ১১০ ভাগ ফিটনেস না থাকলে নিঃসন্দেহে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে পারি না। কারণ আমরা জানি, এটি কতটা গুরুত্বপূর্ণ। সিরাজ খেলার মতো অবস্থায় নেই।'

সিরাজের জায়গায় এই টেস্টে দলে সুযোগ পেতে পারেন ইশান্ত শর্মা। এই অভিজ্ঞ পেসার ছাড়াও টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় আছে উমেশ যাদবের নাম।

কোহলি বলেন, 'আমি যেমনটা বলেছি, (কে খেলবে তা নিয়ে) আমরা এখনও আলোচনায় বসিনি। আমি নিজে, প্রধান কোচ ও সহ-অধিনায়ক মিলে সিদ্ধান্ত নিব যে বিকল্প নিয়ে আমরা কী চাই।'