বাংলাদেশ-নিউজিল্যান্ড

বাংলাদেশের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন ব্যাটিং কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:19 সোমবার, 10 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে ট্রেন্ট বোল্ট-টিম সাউদিদের পাতানো ফাঁদে বারবারই পা দিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই তাদের গতি এবং সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীদের টপ অর্ডার। এমন পরিস্থিতিতে কিউই পেসারদের অফস্টাম্পের বাইরের বল খেলতে না যাওয়াই ছিল বুদ্ধিমানের কাজ। কিন্তু সেখানেই লোভ সামাল দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে বেশীরভাগ ব্যাটসম্যানই শুরু থেকেই অফ স্টাম্পের বাইরের বল খেলার চেষ্টায় ছিলেন। যা বিপদেও ফেলেছে তাদের। কেউ ক্যাচ দিয়েছেন কিপারকে, কেউ বা স্লিপে। তারপরও ইয়াসির আলী ও নুরুল হাসান সোহান সর্বোচ্চ ৬০ রানের জুটিটি দলীয় শতক পার করে বাংলাদেশ। কিন্তু ১২৬ রান স্কোরবোর্ডে তুলেই অল আউট সফরকারীরা। 

এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করে। লাথামের ২৫২ রানের ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ পায় দলটি। লিডও মিলল বিশাল। ১২৬ রানে অল আউট হওয়ায় বাংলাদেশ এখনও পিছিয়ে ৩৯৫ রানে।  

এদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ভুল করেছেন এর ঠিক উল্টোটাই করেছিল নিউজিল্যান্ডের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের অফস্টাম্পের বাইরে রাখা ভালো বলগুলো সবই ছেড়ে দিয়েছিল তারা। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও বললেন এমনটাই।

প্রিন্স বলেন, 'আমরা কিউইদের দেখেছি যে অফ স্টাম্পের বাইরে অনেক বল তারা ছেড়ে দিয়েছে। এটা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের একটু বেশি স্বাভাবিকভাবেই আসে। তারা বাউন্সি উইকেটে খেলে। আমাদের ছেলেরা অনেক বেশি বল খেলে। আমার মনে হয় মাউন্টে আমরা ভালো বল ছেড়েছি এবং ব্যাকফুটে ভালো খেলেছি।'

'আমি মনে করি আজকেও আমরা আরও বেশি বল ছাড়তে পারতাম। আশা করি আগামীকাল আমরা একটি ভালো শুরু করতে পারব। আমি মনে করি আমরা অফস্টাম্পের বাইরে আরও কিছু বল ছাড়তে পারি যাতে তারা আমাদের দিকে সোজা বল করে', আরও যোগ করেন এই প্রোটিয়া।

এছাড়া প্রথম দিনের তুলনায় এদিন ব্যাটিং করাটা কিছুটা কঠিন ছিল বলেও মনে করেন প্রিন্স। তার ভাষ্যমতে 'আমাদের ব্যাটিং লাইন আপের জন্য আজ কঠিন দিন ছিল। নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছিল। তারা বলে সুইং পেয়েছে। পিচেও কিছু খাঁদও ছিল।'

'গতকাল পিচ কিছুটা নরম হতে শুরু করেছিল। এটা আজ দ্রুত হয়েছে। তবে গতকালের নরম পৃষ্ঠে কয়েকটি খাঁদও হয়ে গেছে। যখন পিচ একটু শক্ত এবং দ্রুত হয় এবং বল ওই খাঁদে আঘাত করে, তখন এটা সত্যিই কঠিন। কিউইরা সুইংও পেয়েছে। তারা আজ সত্যিই ভালো বোলিং করেছে।', যোগ করেন তিনি।