অ্যাশেজ সিরিজ

দলে জায়গা পাওয়া নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষায় হেড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:29 সোমবার, 10 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ট্রাভিস হেড করোনা পজিটিভ হওয়ায় প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফেরা হয়েছে উসমান খাওয়াজার। ফিরেই দুই ইনিংসে দুই সেঞ্চুরি করে বাজিমাত করেছেন খাওয়াজা। এদিকে করোনা নেগেটিভ হয়ে আসন্ন হোবার্ট টেস্টে ফেরার সম্ভাবনা আছে হেডের। যদিও এই ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যায়নি এখনো। দলে ডাক পাওয়ার ব্যাপারে নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন হেড।

দলে ফিরেই সিডনি ক্রিকেট গ্রাউন্ড রাঙিয়েছেন খাওয়াজা। প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ১৩৮ বলে অপরাজিত ১০১ রান। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ড্র হলেও বাড়তিভাবে আলো ছড়িয়েছেন তিনি।

পাঁচ নম্বর পজিশনে যে হেডের জায়গায় খেলেছেন, সেই হেডের প্রশংসাও কুঁড়িয়ে নিয়েছেন ৩৫ বছর বয়সী খাওয়াজা। হোবার্টে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ নম্বরে কে খেলবেন তা এখনো জানা যায়নি। আপাতত নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষা করছেন হেড।

তিনি বলেন, 'আমরা সিদ্ধান্তের অপেক্ষা করব এবং দেখব। আমি মনে করি খাওয়াজা দুর্দান্ত খেলেছে। সিরিজ শুরুর আগেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। যখন কথা চলছিল যে একাদশে কে খেলবে। কেননা আমরা দুজনই দারুণ ছন্দে আছি।'

অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়েও নামা হয়েছে খাওয়াজার। এক থেকে ছয়- সব পজিশনে খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। এ কারণে খাওয়াজার প্রশংসা করেছেন অ্যাশেজের প্রথম তিন টেস্টে ৬২ গড়ে ব্যাটিং করা হেড।

'আমরা জানি খাওয়াজা দারুণ বৈচিত্র্যপূর্ণ একজন ব্যাটার। যদি ওপেন করার সুযোগ থাকতো, তাহলে সে সেখানেই খেলত। সে দুই হাতে সুযোগ লুফে নিয়েছে, এটা দারুণ। আমি মনে করি, সামনে কিছু কঠিন সিদ্ধান্ত আসছে। এসব ব্যাপারে এখনো কথা হয়নি।'