Connect with us

অ্যাশেজ সিরিজ

দলে জায়গা পাওয়া নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষায় হেড


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ট্রাভিস হেড করোনা পজিটিভ হওয়ায় প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফেরা হয়েছে উসমান খাওয়াজার। ফিরেই দুই ইনিংসে দুই সেঞ্চুরি করে বাজিমাত করেছেন খাওয়াজা। এদিকে করোনা নেগেটিভ হয়ে আসন্ন হোবার্ট টেস্টে ফেরার সম্ভাবনা আছে হেডের। যদিও এই ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যায়নি এখনো। দলে ডাক পাওয়ার ব্যাপারে নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন হেড।

দলে ফিরেই সিডনি ক্রিকেট গ্রাউন্ড রাঙিয়েছেন খাওয়াজা। প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ১৩৮ বলে অপরাজিত ১০১ রান। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ড্র হলেও বাড়তিভাবে আলো ছড়িয়েছেন তিনি।

পাঁচ নম্বর পজিশনে যে হেডের জায়গায় খেলেছেন, সেই হেডের প্রশংসাও কুঁড়িয়ে নিয়েছেন ৩৫ বছর বয়সী খাওয়াজা। হোবার্টে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ নম্বরে কে খেলবেন তা এখনো জানা যায়নি। আপাতত নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষা করছেন হেড।

তিনি বলেন, 'আমরা সিদ্ধান্তের অপেক্ষা করব এবং দেখব। আমি মনে করি খাওয়াজা দুর্দান্ত খেলেছে। সিরিজ শুরুর আগেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। যখন কথা চলছিল যে একাদশে কে খেলবে। কেননা আমরা দুজনই দারুণ ছন্দে আছি।'

অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়েও নামা হয়েছে খাওয়াজার। এক থেকে ছয়- সব পজিশনে খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। এ কারণে খাওয়াজার প্রশংসা করেছেন অ্যাশেজের প্রথম তিন টেস্টে ৬২ গড়ে ব্যাটিং করা হেড।

'আমরা জানি খাওয়াজা দারুণ বৈচিত্র্যপূর্ণ একজন ব্যাটার। যদি ওপেন করার সুযোগ থাকতো, তাহলে সে সেখানেই খেলত। সে দুই হাতে সুযোগ লুফে নিয়েছে, এটা দারুণ। আমি মনে করি, সামনে কিছু কঠিন সিদ্ধান্ত আসছে। এসব ব্যাপারে এখনো কথা হয়নি।'

 

সর্বশেষ

১৩ আগস্ট, শনিবার, ২০২২

বাংলাদেশের ইনিংস ঘোষণা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ডারবানের হয়ে খেলবেন লক্ষ্ণৌয়ের ঘরের ছেলে ডি কক-হোল্ডার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

সবাই চাচ্ছিলো আমি যেন রান করি: বিজয়

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই মালিক, জানিয়ে দিলেন বাবর

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ওয়ানডেতেও ফিরলেন হেটমায়ার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

এমআই এমিরেটসের হয়ে খেলবেন পোলার্ড-বোল্টরা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

মরগানের নেতৃত্বে খেলবেন মাশরাফি

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পুরস্কারের অর্থ লঙ্কান শিশুদের দান করেছেন কামিন্স-ওয়ার্নাররা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

জিম্বাবুয়ে সফরে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

আর্কাইভ

বিজ্ঞাপন