ইংল্যান্ড

ভন অযথা খোঁচা দিতে থাকে: ওয়াসিম জাফর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:40 রবিবার, 09 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক মাইকেল ভনকে নিয়ে ঠাট্টায় মেতেছেন ওয়াসিম জাফর। ভারতের সাবেক এই ওপেনারের মনে করেন, ভন সব বিষয়ে কারণ ছাড়াই নাখ গলান। তাছাড়াও ওয়াসিম বলে, ভন সুযোগ পেলেই ভারতীয় ভক্তদের বাজে বকেন। এটা তার পছন্দ না।

২০১৯ সালে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২ রানে অলয়াআউট হয়েছিল ভারত। তাদের এমন বাজে পারফরম্যান্সের কড়া সমালোচনার পাশাপাশি ঠাট্টা করে টুইট করেছিলেন ভন। সেখানে তিনি লিখেছিলেন, '৯২ রানে অলআউট ভারত। এটা বিশ্বাস করা যায় না এখনকার দিনে কোনো দল একশোর নিচে অলআউট।'

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড দল তেমন সুবিধা করতে পারছে না। চলমান অ্যাশেজেও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশরা। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেতো একশো রানও করতে পারেনি জো রুটের দল। তাই এই সময়ে ভনকে সেই পুরোনো কথা মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম।

ভারতের সাবেক এই ওপেনার বলেন, 'ভন অযথাই খোঁচা দিতে থাকে। এটা আমি একদমই পছন্দ করি না। সে কোনোকিছু নিয়ে টুইট করা থেকে কখনোই বিরত থাকে না। এটা ভারতের ভক্তদের বিরক্ত করে। এমনকি আমরা জানি, ইংল্যান্ড সম্প্রতি কেমন খেলছে।'

সাবেক ক্রিকেটারদের হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুনসুটিতে মাততে দেখা যায়। কিন্তু এর মধ্যেও কিছু সীমাবদ্ধতা থাকে। সেখানে বন্ধুত্ব সুলভ আচরণ করা উচিত সবার বলে মনে করেন ওয়াসিম।

তিনি বলেন, 'ভারতীয়রা তার মতো অযথা কিছু বলে না। আমাদের মধ্যে বন্ধুসুলভ কিছু খুনসুটি হয়, কেননা আমরা লম্বা সময় ধরে একে অপরের বিপক্ষে খেলেছি।'