বিসিএল

জয় দিয়ে বিসিএল শুরু করলেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:56 রবিবার, 09 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাহাড়ঘেষা নয়নাভিরাম সৌন্দর্যের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখানেই ইন্ডিপেন্ডেন্স কাপের দ্বিতীয় ম্যাচে ইস্ট জোনের মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন। স্টেডিয়াম লাগোয়া দুই নম্বর মাঠে একই সময় চলছে নর্থ জোন এবং সাউথ জোনের মধ্যকার ম্যাচ। অথচ সে দিকে যেন নজরই নেই কারো। মূল মাঠে সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন সাকিব আল হাসান।

এমনিতেই সাকিব খেলায় ৫০ ওভারের এই টুর্নামেন্ট বাড়তি আগ্রহ কেড়েছে সবার। বাংলার সুপার স্টার বলে কথা। ব্যাট হাতে ৩৫ রান আর বল হাতে ২ উইকেট তাতে জয়টা সাকিবের দল সেন্ট্রাল জোনের। লো স্কোরিং ম্যাচে ২২ রানে জিতেছে তারা।

কিপ্টে বোলিং করে যদিও ম্যাচ সেরা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এমনিতেই তারকা ঠাসা দল সেন্ট্রাল জোন। সাকিব ছাড়াও আছেন সৌম্য সরকার, সৈকতরা। প্রতিপক্ষ দলে ইমরুল কায়েসের নেতৃত্বে মোঃ আশরাফুল, আফিফ হোসেন ধ্রুব, রুবেল হোসেনরা। তবুও আগে ব্যাট করে ১৭৭ রানের বেশি করতে পারেনি সেন্ট্রাল জোন। ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৫ রানে অলআউট হয়েছে ইস্ট জোন।

প্রথম উইকেট জুটিতে ৩৬ রান এসেছিল। সৌম্য বিদায় নিয়েছেন ১৮ বলে ১৩ রান করে রুবেলের বলে বোল্ড হয়ে। শুরু থেকেই দারুণ সুইং আদায় করে নিয়েছেন পেসার। এরপর রুবেল আরো দুইটি সহ নিয়েছেন মোট ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজাও।

তাদের বোলিংয়ে বেশ ভুগেছেন সাকিব। ৩৫ রান করলেও স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। ২টি চার হাঁকিয়েছেন পরে রান তাড়া করতে গিয়ে তানভীর ইসলামের বলে মিড উইকেটে রনি তালুকদারের কাছে তালুবন্দী হয়েছেন। ৩৭ করেছেন মিঠুন, ৩৬ রান এসেছে মিজানুর রহমানের ব্যাট থেকে। পরের ব্যাটাররা দ্রুত রান তুলতে গিয় উইকেট ছুঁড়ে এসেছেন। ১২৩ রানে চার উইকেট হারানো দলটা ৪৩ ওভার দুই বল খেলে বাকি ৬ উইকেট হারিয়েছে ৫৪ রানের মধ্যে।

১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক রানের মধ্যেই আশরাফুলের উইকেট হারায় ইস্ট জোন। এরপর নিয়মিতই উইকেট হারাতে থাকে দলটি। ইমরুল আর রনি তালুকদার মিলে চেষ্টা করেছিলেন তবে ২৫ রানে অধিনায়ক ইমরুল আউট হয় যান হাসান মুরাদের বলে।

চার রান পর আউট হন ৩৮ করা রনি তালুকদারও। এরপর ইরফান শুক্কুর ৩১ আর নাদিফ চৌধুরির ২৮ ছাড়া কেউই বলার মতো রান পাননি। সাকিবের শিকার হয়েছেন আফিফ এবং আলাউদ্দিন বাবু। দুই উইকেট করে পেয়েছেন সৌম্য এবং হাসান মুরাদ।