বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

দ্বিতীয় টেস্টে মুশফিকের খেলা নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:59 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে ক্রাইস্টচার্চে পৌঁছেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরুর একদিন আগেই বড় ধাক্কা খেলো টাইগাররা।

ম্যাচের একদিন আগেই কুঁচকির চোটে পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

এই বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারলে দ্বিতীয় টেস্টে মুশফিকের বদলে খেলবেন নুরুল হাসান সোহান।

ক্রিকবাজকে একটি দলীয় সূত্র বলেছে, 'তার কুঁচকির ইনজুরি রয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার না খেলার সম্ভাবনা রয়েছে। সকালে ফিজিও তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সে যদি একাদশে না থাকে তাহলে নুরুল খেলবে তার বিকল্প হিসেবে।'

সোহান খেললেও বাংলাদেশ দলের কিপিংয়ের দায়িত্বে থাকবেল লিটন দাসই। ব্যাট হাতেও ফর্মের তুঙ্গে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ৮৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে লিড পেতে বড় ভূমিকা রেখেছিলেন লিটন।

সোহান ঘরের মাঠে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে ইয়াসির আলীর কনকাশন সাব হিসেবে খেলেছিলেন। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৩৩ বলে ১৫ রানের ইনিংস।