শ্রীলঙ্কা ক্রিকেট

অবসর নেয়া ক্রিকেটারদের জন্য শ্রীলঙ্কার নতুন বিধি-নিষেধ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:38 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে বেশ কিছু বিধি-নিষেধ জারি করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। শনিবার এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।

এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার অন্তত তিন মাস আগে লঙ্কান ক্রিকেট বোর্ডকে জানাতে হবে। এমনকি অবসর নেয়ার ৬ মাস পর ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তি পত্র পাবেন।

সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ক্রিকেটাররা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে অন্তত ৮০ শতাংশ ম্যাচ খেলতে হবে।

প্রথম ও তৃতীয় শর্তটি কেবল লঙ্কান ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য প্রযোজ্য হবে। যদিও এলপিএলে অংশ নিতে হলে সব ক্রিকেটারকেই ৮০ শতাংশ ম্যাচ খেলতে হবে।

কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দেন ভানুকা রাজাপাকশে এবং এঞ্জেলো পেরেরা। টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দানুশকা গুনাথিলাকা।

লঙ্কান ক্রিকেটারদের এমন সিদ্ধান্তের পর নড়েচড়ে বসেছে দেশটির ক্রিকেট বোর্ড। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে ফিটনেস নিয়ে শ্রীলঙ্কান বোর্ডের কড়াকড়ি।