বিপিএল

বরিশালের হয়ে বিপিএল খেলবেন মুনিম শাহরিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:25 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার। ডিপিএলের টি-টোয়েন্টি সংস্করণে আবাহনীর হয়ে ব্যাট হাতে ঝলক দেখানোর পর ডাক পেয়েছিলেন হাই পারফরম্যান্স (এইচপি) দলে।

প্লেয়ার্স ড্রাফট থেকে দল না পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর কদিন আগে দল পেলেন ডানহাতি এই ব্যাটার। বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুনিম। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বরিশালের মিডিয়া ম্যানেজার আলী মোহাম্মদ সিকান্দার।

ডিপিএলের পুরো আসরে ১৪৩.১৪ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে করেছিলেন ৩৫৫ রান। যেখানে সেঞ্চুরি না পেলেও দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। প্রাইম ব্যাংকের বিপক্ষে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

বিপিএলের এবারের আসরে বরিশালের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া দলটির হয়ে খেলবেন ক্রিস গেইল, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত এবং ওবেদ ম্যাককয়ে।

বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২১ জানুয়ারি। তিন ভেন্যুতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।  এর আগে ২৭ ডিসেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

ফরচুন বরিশাল- সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর, মুনিম শাহরিয়ার।