দক্ষিণ আফ্রকা - ভারত সিরিজ

পান্তকে বিরতি দিতে বলছেন মদন লাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:56 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ঋষভ পান্তের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খামখেয়ালি শট খেলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। এদিকে পান্তকে বিরতি দিতে বলছেন মদন লাল।

৮৯ রানের দারুণ এক ইনিংস খেলে গ্যাবাতে ভারতকে জিতিয়েছিলেন পান্ত। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। ৫৪ গড়ে ৪ ম্যাচে করেছিলেন ২৭০ রান। এরপর থেকেই হাসছে না তার ব্যাট। সর্বশেষ ১৩ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরিতে করেছেন ২৫০ রান। যেখানে ৬ ইনিংসে আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।

নিজের সেরা ফর্মে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে পান্তের ওপর আস্থা রেখেছিল ভারত। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। বিশেষ করে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খামখেয়ালি শট খেলে ভারতকে বিপাকে ফেলেন তিনি।

জোহানেসবার্গে ১৬৩ রানে ৪ উইকেট হারায় ভারত। এমন সময় ব্যাটিংয়ে এসে তৃতীয় বলেই কাগিসো রাবাদাকে স্টেপ আউট করে মারতে এসে উইকেটকিপার কাইল ভেরেইনের হাতে ক্যাচ তুলে দেন পান্ত। এমন অবস্থায় পান্তকে বিরতি দেয়ার পরামর্শ দিয়েছেন মদন লাল। এ ছাড়া পান্তের বদলি হিসেবে ঋদ্ধিমান সাহাকে খেলাতে বলছেন তিনি।

মদন লাল বলেন, ‘তাকে বিরতি দেওয়া উচিত। আপনার কাছে ঋদ্ধিমান সাহার মতো একজন আছে, যে একজন বিচক্ষণ ব্যাটার এবং একজন খুব ভালো উইকেটকিপার। কিন্তু পান্তকে সিদ্ধান্ত নিতে হবে তিনি টেস্ট ক্রিকেটে কীভাবে ব্যাট করতে চায়।’

‘যদি তার মনে কিছু সন্দেহ থাকে, তবে তার বিরতি নেয়া উচিত। সে একজন ম্যাচ জেতানো খেলোয়াড়, কিন্তু আপনি এভাবে ব্যাট করতে পারবেন না। আপনাকে দলের জন্য ব্যাট করতে হবে নিজের জন্য নয়।’