ক্যারিবীয় ক্রিকেট

ক্যারিবীয়দের সিনিয়র-জুনিয়র দলের নির্বাচকের দায়িত্বে সারওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:00 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাবেক ক্যারিবিয়ান তারকা রামনরেশ সারওয়ানকে জাতীয় দল ও জুনিয়র দলের নির্বাচকের দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)।

জাতীয় দলের প্রধান নির্বাচক করা হয়েছে ডেসমন্ড হেইনস্কে। আর জুনিয়র দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হেইনস। এই দুজনের অধীনেই কাজ করবেন সারওয়ান।

এক দশকের বেশি সময় ধরে ওয়েস্ট ইন্ডিজ হয়ে খেলেছেন সারওয়ান। মেরুন জার্সি গায়ে ৮১ টি টেস্ট ম্যাচ, ১৮১ টি ওয়ানডে এবং ১৮ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

বর্তমানে গায়ানা ক্রিকেটের চেয়ারম্যানের পদে রয়েছেন সারওয়ান। ক্যারিবীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে হলে সেই দায়িত্ব ছাড়তে হবে তার।

নতুন নির্বাচক কমিটির অধীনে ২০২২ ও ২০২৪ সালে আইসিসির দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে।

নতুন নির্বাচক কমিটিকে স্বাগত জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি উচ্ছ্বসিত যে সারওয়ান এই দায়িত্ব একবাক্যে গ্রহণ করেছে। আমাদের বোর্ড অব ডাইরেক্টররা আশাবাদী দেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবেন রামনরেশ সারওয়ান।’