বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশের বিপক্ষে রান বন্যা চান লাথাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:03 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে ঘাসে ভরা উইকেট অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এই উইকেটে যেকোনো দলই টস জিতে আগে বোলিংয়ের লোভ সামলাতে পারবে না। কিউই অধিনায়ক টম লাথাম অবশ্য জানিয়েছেন, টস জিতলেই ম্যাচ জেতা হয়ে যাবে না।

ক্রাইস্টচার্চে এর আগেও বড় স্কোর করে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। ফলে টসকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না ভারপ্রাপ্ত এই কিউই অধিনায়ক। যদিও এই ম্যাচে রান বন্যা বইয়ে দিতে চান তিনি।

লাথাম বলেছেন, 'আমি মনে করি না যে টস জিতলেই ম্যাচ জয় হয়ে যায়। আমরা যদি এর আগেও এখানে আগে ব্যাট করে বড় স্কোর গড়ে ম্যাচ জিতেছি। আমরা যদি সেটার পুনরাবৃত্তি করতে পারি তাহলে ম্যাচের শেষ দিকে হয়তো আমাদের দিকে ফলাফল আসতেও পারে।'

ইতোমধ্যে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে নিউজিল্যান্ড। সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। ক্রাইস্টচার্চের উইকেট এমনিতেই বাড়তি বাউন্স ও পেস বান্ধব। তাই দলের পেসারদের ওপরই বেশি ভরসা রাখছেন লাথাম।

লাথাম বলেন, 'আমরা এর আগে এখানে বাড়তি বাউন্স এবং পেস দেখেছি। আমাদের পেসাররা যদি সঠিক জায়গা এবং লাইন মেইন্টেইন করে বল করতে পারে তাহলে আমি মনে করি আমাদের ভালো একটা সুযোগ থাকবে ম্যাচে।'