নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

নিউজিল্যান্ডের জন্যেও ম্যাচ জেতা কঠিন হবে: রাজ্জাক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:16 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে লড়াইটা সহজ হবে না বাংলাদেশের। তবে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে হলে শক্ত লড়াই করতে হবে কিউইদেরও, এমনটাই বিশ্বাস আব্দুর রাজ্জাকের।

মাউন্ট মঙ্গানুইতে জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পুরো দল এখন অন্যরকম আত্মবিশ্বাসী। ফর্মে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবকিছু মিলিয়ে ক্রাইস্টচার্চে জয় পেতে হলে বাড়তি কিছুই করতে হবে কিউইদের, মনে করছেন রাজ্জাক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচক বলেন, 'সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই আরা দাপটের সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে। আমরা তো একটা ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।'

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে, সবগুলো ম্যাচ থেকে এই জয়কে আলাদা করে রাখেন ক্রিকেট বিশ্লেষক আর সমর্থকরা। এতে একমত নন রাজ্জাক। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এই সেরা স্পিনার প্রতিটি টেস্ট জয়কে আলাদাভাবে মূল্যায়ন করতে চান।

রাজ্জাক বলেন, 'টেস্ট জেতা অনেক অনেক বড় ব্যাপার। তার ওপর সেটা যদি হয় নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমি যেটা বলব- এটা আমাদের অন্যতম সেরা জয়। যে সময়গুলোতে আমরা টেস্ট জিতেছি, প্রত্যেকটা সময়ই এরকম গুরুত্বপূর্ণ ছিল। সময় অনুযায়ী গুরুত্ব অনুধাবন হয়।

'এই সময়ের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার যখন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম সেটা ছিল আরও বেশি। যতগুলো টেস্ট আমরা জিতেছি আমাদের কাছে মনে হয়েছে এটাই মনে হয় সেরা। তবে এটা অন্যতম সেরা।'

আগামী রবিবার (৯ জানুয়ারি) থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টটি না জিতে অন্ততপক্ষে ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে মুমিনুলবাহিনী।