নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

আমরা জয়ের জন্যই খেলব: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:47 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুই টেস্টে জেতার পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে জিতে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে নিতে চায় লাল-সবুজের দল। দলের ইনফর্ম পেসার তাসকিন আহমেদ জানালেন, ক্রাইস্টচার্চে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে নিয়মিত হারাটাই যেন স্বভাব ছিল বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুইতে সেই ধারা থেকে বেরিয়ে এসেছে দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগে অসাধারণ পারফর্ম করে প্রতিটি সেশনে দাপটের সঙ্গে এগিয়ে থেকে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টাইগাররা।

এবার তাই নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের নাস্তানাবুদ করে সিরিজ জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। আত্মবিশ্বাস হিসেবে শক্তি যোগাচ্ছে প্রথম টেস্টে আট উইকেটের সেই জয়। সিরিজ জিততে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তাসকিন।

তিনি বলেন, 'আমরা আশাবাদী। কালকে আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। ওভার অল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সমর্থন করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।'

ক্রাইস্টচার্চে বৃষ্টির কারণে গত শুক্রবার (৭ জানুয়ারি) অনুশীলন সারতে পারেনি বাংলাদেশ। তবে শনিবার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের।

তাসকিন আরও বলেন, 'গতকাল (শুক্রবার) বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি আল্লাহর রহমতে।'

আগামী রবিবার (৯ জানুয়ারি) থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টটি না জিতে অন্ততপক্ষে ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে মুমিনুলবাহিনী।