নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

ক্রাইস্টচার্চে টসের দিকে তাকিয়ে ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:58 শনিবার, 08 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে টসের দিকে চেয়ে আছেন রাসেল ডমিঙ্গো। উইকেট, কন্ডিশন বা পরিসংখ্যানের ওপর আস্থা রেখে টস জিতলে অবশ্যই ফিল্ডিং বেছে নেয়ার পক্ষে বাংলাদেশের হেড কোচ।

মাউন্ট মঙ্গানুইতে জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে জিতে বা ড্র করে সিরিজ নিশ্চিত করতে চায় মুমিনুল হকের দল। ৯ জানুয়ারি অনুষ্ঠেয় এই টেস্টটিকে ঘিরে এরই মাঝে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। ম্যাচ জিততে হলে টস ভাগ্যও পক্ষে আসতে হবে লাল-সবুজের দলের।

ডমিঙ্গো বলেন, 'টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।'

এদিকে সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে বাংলাদেশের একাদশেও হতে চলেছে একটি পরিবর্তন। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে আঙুলের চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। হাতে তিনটি সেলাই পড়ে তার।

নিশ্চিতভাবেই ক্রাইস্টচার্চে খেলা হচ্ছে না জয়ের। তবে তার পরিবর্তে কে খেলবেন তা জানানো হয়নি এখনো। ডমিঙ্গো বলেন, 'জয়ের ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই একটি পরিবর্তন আসতে চলেছে একাদশে। উইকেট দেখার পর চূড়ান্ত একাদশ বাছাই করা হবে।'

শেষ ম্যাচে লড়াই সহজ হবে না, জানেন ডমিঙ্গো। বর্তমানের টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমা অর্জন করা দলটি শেষ ম্যাচে উড়িয়ে দিতে চাইবে বাংলাদেশকে, এটাও মানছেন বাংলাদেশের হেড কোচ।

ডমিঙ্গো বলেন, 'নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু চাপে থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়ত মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।'