বাংলাদেশ

বিপিএলে আত্মবিশ্বাসে শান দেবেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:43 শুক্রবার, 07 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। কিন্তু ব্যাক্তিগত কারণ দেখিয়ে এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তবে খেলবেন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এই দুই আসর দিয়ে নিজের আত্মবিশ্বাসে শান দিতে চান সাকিব।

বিসিএলের ওয়ানডে সংস্করণে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন সাকিব। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে দেশেও ফিরেছেন তিনি। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশে পা রাখেন। শুক্রবার একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন তিনি।

সেখানে সাকিব বলেন, 'আমি বিসিএলের ম্যাচগুলো যদি খেলতে পারি এবং বিপিএল থেকে আত্মবিশ্বাসটা নিতে পারি তাহলে ভালো হবে। সামনেই আমাদের আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। আমি মনে করি এই দুইটা ফরম্যাট ওই সিরিজগুলোতে সবচেয়ে ভালো উপকার করবে। তো সেই কারণেই এই প্রস্তুতিটা নেয়া।'

এদিকে বিপিএলে বরিশালের হয়ে খেলবেন সাকিব। মুজিব উর রহমান-নাজমুল হোসেন শান্তদের মতো তারকাদের নিয়ে গড়া স্কোয়াড নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। তার মতে, ভারসাম্যপূর্ণ দল গড়েছে বরিশাল।

সাকিব আল হাসান, 'আমি আমার দল নিয়ে বলতে পারি। অমার দলটা খুব ভারসাম্যপূর্ণ হয়েছে। আর সব দলই ভালো কারণ প্রতি দলে ৮ জন করে দেশী ক্রিকেটার, তো খুব বেশি পার্থক্য হবে না। এখন মাঠে যে দল ভালো করবে তারাই আলাদা (ভালো) হবে।'

পাকিস্তান সিরিজ শেষে পরিবারের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্র যান সাকিব। ছুটি নিয়েছিলেন চলমান নিউজিল্যান্ড সিরিজ থেকে। ছুঁটি কাটিয়ে ঘরোয়া আসর দিয়ে মাঠে ফিরছেন সাকিব।