দক্ষিণ আফ্রিকা-ভাররত সিরিজ

জোহানেসবার্গে সিরাজের অনুপস্থিতি ভুগিয়েছে ভারতকে: কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:54 শুক্রবার, 07 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

জোহানেসবার্গ টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই হারে বোলারদের দায় দেখছেন দিনেশ কার্তিক। এই উইকেটরক্ষক-ব্যাটার মনে করেন, মোহাম্মদ সিরাজের অনুপস্থিতিতে বোলিংয়ে বেশ ভুগেছে দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের এমন হারে কিছুটা হতাশ হয়েছেন কার্তিক। ভারত সাদা পোশাকের ক্রিকেটে বিশ্বমানের দল কিন্তু জোহানেসবার্গে জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিরা নিজেদের সেরাটা দিতে পারেনি।

এই টেস্ট হারের বিশ্লেষণে কার্তিক বলেন, 'সম্ভবত ভারত বোলিংয়ের তাদের সেরাটা দিতে পারেনি। এই টেস্টে ভারতের ভোগার প্রধান কারণ হলো মোহাম্মদ সিরাজের অনুপস্থিতি।'

সিরিজের প্রথম টেস্ট জিতে সুবিধাজনক অবস্থানে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে এসে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। জোহানেসবার্গে শুরু থেকেই ম্যাচে পিছিয়ে ছিল ভারত। প্রথম ইনিংসে ২০২ রান করে অলআউট হয় লোকেশ রাহুল-আজিঙ্কা রাহানেরা।

এরপর শার্দুল ঠাকুরের দুর্দান্ত বোলিংয়ে ২২৯ রানে প্রোটিয়াদের থামিয়ে ম্যাচে ফেরে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে একেবারে সাদামাটা ছিলেন শার্দুল-শামিরা। কার্তিকের ধারণা, এখানে কার্যকরী হতে পারতেন সিরাজ।

দুই দলের মধ্যকার এই টেস্ট সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ টেস্টটি হবে সিরিজ নির্ধারণী। ১১ জানুয়ারী শুরু হওয়া এই টেস্টে বিরাট কোহলির ফেরার সম্ভাবনা আছে।