ভারত-নিউজিল্যান্ড সিরিজ

আমি অনেক খুশি, আমাকে ছাড়াই দল জিতেছে: সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:35 শুক্রবার, 07 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে প্রায় পাঁচদিনই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। এই সিরিজে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

তাদের ছাড়াই এই টেস্ট জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব। শুক্রবার একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়ে এই অলরাউন্ডার জানিয়েছেন বাংলাদেশের মিডিয়া মনে করে সিনিয়র চার-পাঁচজন ছাড়া আর কোনো ক্রিকেটার নেই। এই কথাকে ভুল প্রমাণ করেছেন মুমিনুল হকরা।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'অবশ্যই এটা ভাল লাগার দিক যে, স্পেশালি আপনারা মিডিয়া সবসময় মনে করেন যে আমরা চার-পাঁচজন ছাড়া ক্রিকেটার নেই দলে, তো সেটা ভুল প্রমাণ হল। এখন এই দলটাকে যদি সেভাবে দায়িত্ব দেয়া যায় তারাও ভবিষ্যতে আরো ভাল করবে।'

সাকিব নিজে এই টেস্টে না থাকলেও এটাকে অনেক বড় অর্জন মনে করেন তিনি। মুমিনুলরা যেভাবে দাপটের সঙ্গে কিউইদের হারিয়েছে এজন্য তিনি নিজেও গর্বিত। তাই প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফদের।

সাকিব বলেন, 'আমি বরং অনেক বেশি খুশি হয়েছি যে, আমি ছাড়াই, শুধু আমি ছাড়া না, আমি থাকা বা না থাকা আমার কাছে বড় বিষয় বলে মনে হয় না। যেটা হচ্ছে আমাদের টিমটা খেলছে এবং তারা কেমন খেলছে। তো সেদিক থেকে আমি খুব গর্বিত প্রতিটা ক্রিকেটার ও কোচিং স্টাফদের জন্য।'

এই ম্যাচ জয়ের ফলে সবকিছু বদলে যাবে এমনটা মনে করেন না সাকিব। তবে এই জয়ের ফলে অনেক কিছুর সম্ভাবনার দুয়ার খুলে গেছে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই বিশ্বাসটা ধরে রাখতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করা সম্ভব বলে বিশ্বাস তার।

সাকিবের ভাষায়, 'একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় না। তবে এই জয় দিয়ে অনেককিছু চেঞ্জ হতে পারে। তাই আমার কাছে মনে হয় যে সে সম্ভাবনা তৈরি হল, এখন আমরা যদি এই বিশ্বাস রাখতে পারি স্পেশালি বিসিবি যদি এই বিশ্বাস রাখতে পারে তবে এই টেস্ট চ্যাম্পিয়নশীপেই আমরা খুব ভাল কিছু করে দেখাতে পারব।'