শ্রীলঙ্কা ক্রিকেট

টেস্ট থেকে গুনাথিলাকার অবসর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:11 শুক্রবার, 07 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দানুশকা গুনাথিলাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ অনেকদিন ধরেই নিষিদ্ধ এই ক্রিকেটার।

শ্রীলঙ্কার গত ইংল্যান্ড সফরের সময় জৈব সুরক্ষা বলয় ভাঙার অপরাধে কুশল মেডিস, নিরোশান ডিকওয়েলার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল গুনাথিলাকাকে।

সেই সঙ্গে ৬ মাস ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবে না তারা। এমন শাস্তিও দেয়া হয়েছিল। গুনাথিলাকার এক বছরের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে।

এর আগে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন গুনাথিলাকা। শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে করেছেন ২৯৯ রান। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন একটি উইকেট।

শ্রীলঙ্কার গনমাধ্যম জানিয়েছে গত সপ্তাহেই নিজের অবসরের চিঠি লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছেন গুনাথিলাকা। মূলত সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টেস্টকে বিদায় বলে গুনাথিলাকা বলেছেন, 'দেশের হয়ে খেলা আমার জন্য সবসময় গর্বের এবং আমি আশা করছি ভবিষ্যতেও শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করে নিজের সেরাটা দিতে পারবো যখনই আমি ডাক পাবো।'