অ্যাশেজ

হোবার্ট টেস্টের দলে বিলিংস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 শুক্রবার, 07 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

হোবার্ট টেস্টের ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেলেন স্যাম বিলিংস। চলমান সিডনি টেস্টে একাধিক ইংলিশ ক্রিকেটারের মৃদু চোট রয়েছে। তাই সিরিজের শেষ টেস্টের আগে বিলিংসকে স্কোয়াডে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করার সময় বৃদ্ধাঙ্গুলে হালকা চোট পেয়েছেন জনি বেয়ারস্ট্রো। আর ইংল্যান্ডের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব সামলানো জস বাটলারের হাতে কিছুটা চোট আছে।

এসব দিক বিবেচনা করেই বাড়তি উইকেটরক্ষক হিসেবে বিলিংসকে দলে ডেকেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। বিগব্যাশে খেলার সুবাদে আগে থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি।

ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশনা অনুযায়ী, গত বৃহস্প্রতিবার বিলিংসসহ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকা ইংলিশ ক্রিকেটারদের বিগব্যাশ থেকে দেশে ফেরার কথা ছিল । কিন্তু টেস্ট দলে সুযোগ পাওয়ায় এবার সরাসরি সিডনিতে দলের সঙ্গে যোগ দেবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে এখনও অভিষেকের অপেক্ষায় বিলিংস। অবশ্য ইতোমধ্যেই ইংলিশদের হয়ে ২৫ ওয়ানডে এবং ৩৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

প্রথম শ্রেনির ক্রিকেটে ৭৪ ম্যাচে প্রায় ৩৪ গড়ে করেছেন ৩ হাজার ৩২৭ রান। যেখানে ১৫ হাফ সেঞ্চুরির পাশাপাশি তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন ছয়টি। তাছাড়া গ্লাভস হাতে ১৭৩ ক্যাচের সঙ্গে স্ট্যাম্পিং করেছেন ১১টি।