অ্যাশেজ সিরিজ

ইংলিশ ব্যাটারদের সমালোচনায় ব্রড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:42 শুক্রবার, 07 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারছে না ইংল্যান্ড। প্রথম তিন টেস্ট হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে সফরকারীরা। অ্যাডিলেড টেস্ট শেষে বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জো রুট। যদিও অধিনায়কের কথার পাল্টা জবাব দিতে দেরি করেননি জেমস অ্যান্ডারসন।

এবার অ্যান্ডারসনের সঙ্গে যোগ দিয়ে ইংলিশ ব্যাটারদের ধুয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর অভিজ্ঞ এই পেসার জানিয়েছেন, ১৪০ রানে অল আউট হলে আপনি কোন বোলার খেলাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ না।

অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই ধুঁকতে হয় ইংল্যান্ডকে। তবে অন্যান্য সময়ের তুলনায় এবারের সিরিজের যাচ্ছে তাই পারফর্ম করছে ইংলিশ ব্যাটাররা। প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড কিংবা মিচেল স্টার্কদের গতি আর সুইংয়ের কাছে বিপর্যস্ত রুট-জস বাটলাররা। 

সিরিজের প্রথম তিন টেস্টের মাত্র একটিতে প্রথম ইনিংসে দুইশ পেরিয়েছে ইংল্যান্ড। বাকি দুই টেস্টে ইংলিশরা অল আউট হয়েছে ১৪৭ এবং ১৮৫ রানে। প্রথম তিন টেস্টে নেই কোনো ব্যাটারের সেঞ্চুরি। কোনো বোলারও অবশ্য ৫ উইকেট নিতে পারেননি।

যদিও বোলারদের তুলনায় ব্যাটারদের পারফরম্যান্সই সবচেয়ে বেশি হতাশাজনক। বোলাররা কখনও কখনও ভালো বল করলেও ফিল্ডারদের ব্যর্থতায় উইকেট পাওয়া হয়নি। তবুও ব্যাটারদের রেখে বোলারদের দিকেই বারবার আঙুল তুলেছেন রুট। 

এবার ব্যাটারদের সমালোচনা করে ব্রড বলেন, ‘এই সফরের অনেক কিছু নিয়েই কথা বলা যায়। কিন্তু টেস্টে ক্রিকেটে প্রথম ইনিংসের রানই আপনাকে টিকিয়ে রাখবে। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আপনি যদি ১৪০ রানে অল আউট তাহলে আপনি কোন বোলার খেলাচ্ছেন সেটা কোনো ব্যাপার না। শুনতে নিষ্ঠুর হলেও টেস্টে ক্রিকেটে এটাই সত্যি।’