দক্ষিণ আফ্রকা - ভারত সিরিজ

ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:16 বৃহস্পতিবার, 06 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

জোহানেসবার্গে তৃতীয় দিন কাগিসো রাবাদার দুর্দান্ত স্পেলে ম্যাচের দখল নিজেদের হাতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থদিন পুরো দুই সেশন বৃষ্টিতে ভেসে গেলেও তৃতীয় সেশনে দারুণ ব্যাটিং করে প্রোটিয়াদের ৭ উইকেটের জয় এনে দিয়েছেন ডিন এলগার।

সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ‍তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১১৮ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা। চতুর্থ দিন সকালে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগে থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল বেরসিক বৃষ্টি। যে কারণে প্রথম দুই সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে। 

চা বিরতির পর খেলা শুরু হলেও আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন দক্ষিণ আফ্রিকার ‍দুই ব্যাটার এলগার এবং রাসি ভ্যান ডার ডুসেন। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির দেখা পাওয়া হয়নি ডুসেনের। ৪০ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়েছেন মোহাম্মদ শামি।

এরপর আর কোনো উইকেট হারাতে দেননি এলগার এবং বাভুমা। পুরো ইনিংস জুড়ে দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি এলগারের। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

১০ চারে ১৮৮ বলে ৯৬ রানে অপরাজিত ছিলেন এলগার। এদিকে তাকে সঙ্গ দেয়া বাভুমা অপরাজিত ছিলেন ২৩ রানে। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শামি, শার্দুল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-

ভারত (প্রথম ইনিংস)- ২০২ (৬৩.১ ওভার) (রাহুল ৫০, অশ্বিন ৪৬; জানসেন ৪/৩১, অলিভার ৩/৬৪)

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস)- ২২৯ (৭৯.৪ ওভার) (পিটারসেন ৬২, বাভুমা ৫১; শার্দুল ৭/৬১, শামি ২/৫২)

ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৬৬/১০ (৬০.১ ওভার) (রাহানে ৫৮, পূজারা ৫৩, বিহারি ৪০*; এনগিদি ৩/৪৩, জানসেন ৩/৬৭, রাবাদা ৩/৭৭)

দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস)- ২৪৩/৩ (৬৭.৪ ওভার) (লক্ষ্য ২৪০ রান) (এলগার ৯৬*, মার্করাম ৩১; ডুসেন ৪০ অশ্বিন ১/২৬)