আফগানিস্তান ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়ানডে থেকে বিরতিতে নাভিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:27 বৃহস্পতিবার, 06 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ২০ ওভারের এই বৈশ্বিক আসরের জন্য নিজেকে মানসিক এবং শারিরীকভাবে প্রস্তুত করতে ওয়ানডে থেকে সাময়িক বিরতি নিচ্ছেন নাভিন উল হক।

ওয়ানডে সংস্করণে না খেললেও টি-টোয়েন্টিতে নিয়মিতই খেলবেন তিনি। ২২ বছর বয়সি ডানহাতি এই পেসার ইতোমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) বিষয়টি অবগত করেছেন।

আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজ খেললেও ওয়ানডেতে খেলবেন না ডানহাতি এই পেসার।

বাংলাদেশ সফর শেষে মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত যাবে আফগানরা। সেখানেও নাভিনকে পাবে না দলটি। ২০১৬ সাল থেকে আফগানিস্তানের সংক্ষিপ্ত সংস্করণে খেলছেন নাভিন। 

২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এরপর ৫০ ওভারের ক্রিকেটে সাত ম্যাচ খেলা এই পেসার নিয়েছেন ১৪ উইকেট। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষেই টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাভিনের। যেখানে ১৩ ম্যাচ নিয়েছেন ১৮ উইকেট।

এই সময়ে জাতীয় দলের হয়ে ওয়ানডে না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে নাভিনকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। এর আগে সিলেট থান্ডার, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, কলম্বো স্টারস এবং ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলেছেন।