অ্যাশেজ

হোবার্ট টেস্টে অনিশ্চিত স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:11 বৃহস্পতিবার, 06 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে চোটে পড়েছেন বেন স্টোকস। নিজের চতুর্থ ওভারের বোলিং করার সময় তিনি সাইড স্ট্রেইনের চোটে পড়ে মাঠ ছাড়েন।

খালি চোখে চোট গুরুতর মনে না হলেও, এই টেস্টে হয়তোবা আর বোলিং করতে পারবেন না তিনি। এ ছাড়া শেষ টেস্টে খেলা নিয়েও শঙ্কা আছে এই ইংলিশ অলরাউন্ডারের ।

চোট পেয়ে মাঠ ছাড়ার কিছুক্ষণ পর আবার মাঠে ফিরে আসেন এই ইংলিশ অলরাউন্ডার। মাঠে ফিরলেও দিনের বাকি সময়ের বেশিরভাগই তিনি স্লিপে ফিল্ডিং করেছেন। স্টোকসের চোট প্রসঙ্গে ইংলিশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তাকে স্ক্যানের জন্য পাঠানো হয়নি। 

স্টোকস মিডল অর্ডারে ব্যাটিং করবেন। তাই হয়তো আগামীকাল বেশ কিছুটা সময় বিশ্রাম পাবেন। সবমিলিয়ে তিনি খুব শীঘ্রই মাঠে ফিরবেন এমনটা প্রত্যাশা স্টুয়ার্ড ব্রডের। 

এই অভিজ্ঞ পেসার বলেন, 'আশাকরি আগামীকাল তাকে আমরা অনেক সময় বিশ্রাম দেবো। ১২-২৪ ঘণ্টা ক্রিকেটে লম্বা সময়। এই বিশ্রাম সেরে উঠতে অনেক সময়। দেখা যাক কী হয়।'

মানসিক অবসাদ কাটিয়ে অ্যাশেজ সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তিনি ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তার আগে অবশ্য দীর্ঘদিন আঙুলের চোটে ভুগেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।