বিসিএল

বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টে অনিশ্চিত মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:21 বৃহস্পতিবার, 06 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে নেই মাশরাফি বিন মুর্তজা। এমনকি প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ডানহাতি এই পেসারকে দেখা যায়নি গত এক বছরে। মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে খেলার কথা ছিল মাশরাফির। তবে পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় বিসিএলের ওয়ানডে সংস্করণে অনিশ্চিত তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘বিসিএল খেলব কি না নিশ্চিত নই। আমার পিঠে চোট আছে কিছুটা। আজকে অনেকদিন পর এসেছি। একটু সময় লাগবে হয়ত। সামনে বিপিএল আছে। আস্তে আস্তে শুরু করছি। পিঠের চোটের অবস্থার ওপর নির্ভর করছে। বিসিএলে খেলার কথা ছিল, আমাকে বলেছে। প্রস্তুতি পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারছি না।’

বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে মাশরাফিকে দলে নিয়েছে বিসিবির অধীনে থাকা ঢাকা ফ্র্যাঞ্চাইজি। খেলার বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটার বেশ কয়েকদিন ধরে অনুশীলন শুরু করলেও মাঠে দেখা যায়নি বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

কদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলে মাশরাফি জানিয়েছিলেন, তিনদিনের বিশ্রাম শেষ হলেই মাঠের অনুশীলনে নামবেন তিনি। বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সেরেছেন তিনি। অনুশীলনে পুরোদমে বোলিং করতে দেখা যায়নি তাকে। তবে আগামী সপ্তাহে পুরোদমে বোলিং করবেন বলে জানিয়েছেন তিনি। 

মাশরাফি বলেন, ‘বোলিং তো ওরকমভাবে করিনি। একটু ছোট রানআপে দেখছিলাম কী অবস্থা। বোলিংয়ের সময়... এখনও তো পুরোদমে করিনি। তাই এখনই মন্তব্য করা ঠিক হবে না। একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। হয়ত আগামী সপ্তাহে ফুল রানআপে বল করতে পারলে বুঝতে পারব। ছন্দ ফিরে পেতে বেশি দিন লাগবে না। যেহেতু ফিটনেস ঠিক আছে। যত তাড়াতাড়ি পুরোদমে বল করতে পারব ততো ভালো। পিঠের চোটের ওপর নির্ভর করছে।’