অ্যাশেজ

সেঞ্চুরি দিয়ে সাদা পোশাকে খাওয়াজার প্রত্যাবর্তন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:07 বৃহস্পতিবার, 06 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান অ্যশেজের শুরু থেকেই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মিলছিল না উসমান খাওয়াজার। ট্রাভিস হেডের ইনজুরিতে সিডনি টেস্টের একাদশে কাঙ্খিত সুযোগ মেলে তার। প্রায় আড়াই বছর পর সাদা পোশাকের ক্রিকেটে সুযোগ পেয়ে সেঞ্চুরি হাঁকালেন এই টপ অর্ডার ব্যাটার। খাওয়াজার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

আগের দিনের করা তিন উইকেটে ১২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। এদিন শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ ও খাওয়াজা।

চতুর্থ উইকেটে তাদের ১১৫ রানের জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটে অজিরা। স্মিথ ৬৭ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন খাওয়াজা। শেষ পর্যন্ত ২৬০ বলে ১৩৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি দ্রুত আউট হয়ে গেলে মনে হচ্ছিল খুব বেশি দূর এগোবে না অজিদের ইনিংস। কিন্তু শেষ দিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর নাথান লায়নের দুর্দান্ত ব্যাটিংয়ে চারশো রানের মাইলফলক স্পর্শ করে অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪১৬ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্টুয়ার্ড ব্রড। অভিজ্ঞ এই পেসার ১০১ রানে শিকার করেছেন ৫ উইকেট। 

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে দশ উইকেট হাতে নিয়ে এখনও ৪০৩ রানে পিছিয়ে আছে ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)-

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪১৬/৮ (১৩৪ ওভার)

(খাওয়াজা ১৩৭, স্মিথ ৬৭; ব্রড ৫/১০১)

ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৩/০ (৫ ওভার)

(হাসিব ২*, ক্রাওলি ২*)