বিসিএল

শুভাগত হোমের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:03 বৃহস্পতিবার, 06 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরের শিরোপা জিততে পঞ্চম দিনে ১৯২ রানের প্রয়োজন ছিল ওয়ালটন সেন্ট্রাল জোনের। যেখানে তাদের হাতে উইকেট ছিল ছয়টি। চতুর্থদিন বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ দিনে শুভগত হোমের সেঞ্চুরিতে ৪ উইকেটে জয় পেয়েছে তারা। তাতে বিসিবি সাউথ জোনকে হারিয়ে বিসিএলের এবারের আসরের শিরোপা জিতল সেন্ট্রাল জোন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে শুভাগত হোমের দল। আগের দিন ৮ রানে অপরাজিত থাকা সৌম্য সরকার এদিন ফিরেছেন দিনের শুরুতেই।

মেহেদি হাসান রানার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৮ রান করা সৌম্য। দিনের শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক শুভাগত এবং জাকের আলী।

৬১তম ওভারে রিশাদ হোসেনের বলে চার মেরে সেঞ্চুরি করেন শুভাগত। তিন অঙ্ক ছুঁতে খেলেছেন ১১২ বল। জাকেরের সঙ্গে ১৫৩ রানের অবিচ্ছন্ন জুটিতে শিরোপা নিজেদের করে নেয় সেন্ট্রাল জোন। ৬৪তম ওভারে চার মেরে সেন্ট্রাল জোনের শিরোপা জয় নিশ্চিত করেন জাকের।

শুভাগতকে দারুণভাবে সঙ্গ দেয়া এই ব্যাটার অপরাজিত ছিলেন ৪১ রানে। এদিকে সেঞ্চুরি তুলে নেয়া অধিনায়ক শুভাগত অপরাজিত ছিলেন ১১৪ রানে। ইনিংসটি খেলতে ১৩টি চার এবং দুটি ছক্কা মেরেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়ালটন সেন্ট্রাল জোন: দ্বিতীয় ইনিংস ২২১/৬ ও প্রথম ইনিংস- ৪৩৮/১০

বিসিবি সাউথ জোন: দ্বিতীয় ইনিংস ২৬৮/১০ ও প্রথম ইনিংস- ৩৮৭/১০

ফল: ওয়ালটন সেন্ট্রাল ৪ উইকেটে জয়ী।