বিসিএল

চ্যাম্পিয়ন হতে শেষ দিনে সেন্ট্রাল জোনের প্রয়োজন ১৯২ রান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 বুধবার, 05 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ রানের আক্ষেপে পুড়লেও দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৯ রান করে বিসিবি সাউথ জোনকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন রিশাদ হোসেন। সাউথ জোন ২৬৮ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিততে ওয়ালটন সেন্ট্রাল জোনের লক্ষ্য দাঁড়ায় ২১৮ রান।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে সেন্ট্রাল জোনকে। মিরপুরে শেষ দিনে বিসিএলের শিরোপা জিততে সেন্ট্রাল জোনের চাই ১৯২ রান। বিপরীতে বিসিবি সাউথ জোনের প্রয়োজন ৭ উইকেট। 

মিরপুরে জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়ালটন সেন্ট্রাল জোন। দলীয় মাত্র ২০ রানের মাঝে তিন উইকেট হারায় তারা। যেখানে প্রথম ইনিংস দ্বিশতক করা মোহাম্মদ মিঠুনকে ফেরান ৭ রানের বেশি করতে দেননি ফরহাদ রেজা।

৫ রান করা আব্দুল মজিদকে সাজঘরে পাঠিয়েছেন নাসুম আহমেদ। শেষ বিকেলে হাসান মুরাদের উইকেটও তুলে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এরপর ৮ রান করা সৌম্য সরকার এবং ৫ রান করা সালমান হোসেন ইমন মিলে ৩ উইকেটে ২৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেন। তাতে শেষ দিনে ম্যাচ জিততে আরও ১৯২ রান করতে হবে সেন্ট্রাল জোনকে। 

এর আগে ৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল সাউথ জোন। ১ উইকেটে ৪৩ রান নিয়ে দিন শুরু করলেও ১১৯ রানে ৭ উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন নাসুম ও রিশাদ। দ্বিতীয় সেশনের শেষ দিকে ৪১ রান করে নাসুম ফিরলেও হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন রিশাদ। 

এদিন মেহেদি হাসান রানাকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন আবু হায়দার রনি। শেষ উইকেট জুটিতে কামরুল ইসলাম রাব্বিকে সঙ্গে নিয়ে সাউথ জোনের লিড বাড়ান রিশাদ। তবে তাইবুর রহমানের বলে ৯৯ রান করে আউট হলে ১ আক্ষেপে পুড়তে হয় তাকে। সাউথ জোন ২৬৮ রানে অল আউট হলে সেন্ট্রাল জোনের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২১৮ রান।