বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

এবাদত-লিটনদের বোনাস দেবে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:04 বুধবার, 05 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। কোনো আন্তর্জাতিক ম্যাচ জয়ের পর ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই বোনাস পেয়ে থাকেন। তবে কিউইদের হারানোর পর বাংলাদেশী ক্রিকেটাররা এর বাইরেও বাড়তি বোনাস পেতে যাচ্ছেন।

বুধবার (৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন জালাল ইউনুস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানান, ম্যাচ শেষে এ প্রসঙ্গে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। 

জালাল বলেন, ‘আমাদের প্রেসিন্ডেন্ট (নাজমুল হাসান) ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, ম্যাচ জেতার জন্য বোনাসও তারা পাবে। এটাই স্বাভাবিক। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কি না সেটা আমরা সিরিজ শেষে আলোচনা করব।’

মাউন্ট মঙ্গানুই টেস্টে পুরোটা সময় জুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশ। এবারই প্রথমবার কিউইদের ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন জালাল।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে হারানো নিশ্চিতভাবে বড় অর্জন। আপনারা জানেন সবাই যে ট্রমার মধ্য দিয়ে গেছে, বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে ভালো করিনি। ওখানে গিয়ে টিমের এই পারফরম্যান্স দুর্দান্ত। আমি ধন্যবাদ জানাই যারা মাঠে খেলেছে। এটা ক্রিকেটারদের কৃতিত্ব, টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব।’